বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করণ জোহারের চার প্রতিভার একজন তৃপ্তি দিমরি

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪০

ধর্মা কর্নারস্টোন এজেন্সি নতুন আর্টিস্টদের বলিউডের সিনেমা জগতে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে। বুলবুল সিনেমা খ্যাত নবীন অভিনেত্রী তৃপ্তি দিমরি এ চার প্রতিভার মধ্যে একজন, যাকে নিয়ে ধর্মা কর্নারস্টোন এজেন্সি এ বছর নতুন কাজ করবে।

ধর্মা কর্নারস্টোন এজেন্সি এ বছর চার প্রতিভাকে দর্শকদের সামনে নতুনভাবে উপস্থাপন করবে বলে ঘোষণা দিয়েছিলেন করণ জোহার।

মঙ্গলবার এ চার প্রতিভার মধ্যে প্রথম জনের নাম জানিয়েছেন তিনি।

বুলবুল সিনেমা খ্যাত নবীন অভিনেত্রী তৃপ্তি দিমরি এ চার প্রতিভার মধ্যে একজন, যাকে নিয়ে করণ জোহারের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা কর্নারস্টোন এজেন্সি এ বছর নতুন কাজ করবে।

করণ জোহার নিজের ইনস্টাগ্রামে তৃপ্তি দিমরির ছবি পোস্ট করে লিখেছেন, ‘আগুন জ্বালাবার স্ফুলিঙ্গ সে, আগুন জ্বালিয়ে রাখার মতো শক্তিশালী। তৃপ্তি দিমরিকে আমাদের সঙ্গে পেয়ে আমরা খুব উচ্ছ্বসিত। তার প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে আমরা আর অপেক্ষা করতে পারছি না।’

ধর্মা কর্নারস্টোন এজেন্সি নতুন আর্টিস্টদের বলিউডের সিনেমা জগতে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।

তৃপ্তি দিমরি ২০২০ সালে নেটফ্লিক্সের বুলবুল সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সিনেমাটি প্রযোজনা করেন অভিনেত্রী আনুশকা শর্মা।

বুলবুল সিনেমার আগে পোস্টার বয়েজ (২০১৭) ও লায়লা মজনু (২০১৮) নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি দিমরি।

এ বিভাগের আরো খবর