বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কনসার্টে ব্যস্ত হচ্ছেন নোবেল

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৩৯

নিউজবাংলাকে নোবেল বলেন, ‘গাজীপুর, কুমিল্লা, বরিশাল থেকে আয়োজকরা কথা বলেছেন কনসার্টের জন্য। সব মিলে গেলে সেখানকার শ্রোতা-দর্শকদের সঙ্গে দেখা হবে।’

যদি সব ঠিক থাকে, ফেব্রুয়ারি থেকেই কনসার্টে ব্যস্ত হচ্ছেন তরুণ, নবীন কিন্তু আলোচিত কণ্ঠশিল্পী নোবেল। এরইমধ্যে ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে কনসার্টে অংশ নেন নোবেল।

নিউজবাংলাকে নোবেল বলেন, ‘গাজীপুর, কুমিল্লা, বরিশাল থেকে আয়োজকরা কথা বলেছেন কনসার্টের জন্য। সব মিলে গেলে সেখানকার শ্রোতা-দর্শকদের সঙ্গে দেখা হবে।’

কথা চলছে মার্চের জন্যও। তবে এত কনসার্টে অংশ নিতে চান না নোবেল।

তিনি বলেন, ‘আমার কণ্ঠটা রেকর্ডের জন্য ভালো। কনসার্ট বেশি করলে কণ্ঠে প্রভাব পড়তে পারে। কনসার্টের মতো সামনে অনেকগুলো রেকর্ডিং রয়েছে আমার।’

অভিনয় গানের পর সম্প্রতি প্রকাশ পেয়েছে অসহায় নামের একটি গান। মার্চের ১২ তে প্রকাশ পাবে নোবেলের নতুন গান মেহেরবান। নোবেল জানিয়েছিলেন মেহেরবান গানটি হবে সুফি ঘরানার। এগুলো ছাড়াও নোবেল আরও কিছু গান নিয়ে ব্যস্ত।

মার্চে জয় বাংলা কনসার্টে গাইবেন তরুণ এই কণ্ঠশিল্পী। তার জন্য নিতে হচ্ছে বারতি প্রস্তুতি। মঞ্চ মাতাতে নোবেলকে সঙ্গত করবেন ভারতীয় বাদ্যযন্ত্রী।

এছাড়া দেশে নিয়মিত স্টেজ পরিবেশনা করার জন্য নতুন লাইনআপ করেছেন নোবেল। তাদের সঙ্গেই মঞ্চ মাতাচ্ছেন তিনি।

কনসার্টে নোবেলের পারফরম্যান্স

মঞ্চ মাতাচ্ছেন নোবেল

মিঠুন চক্র

জামান

অন্তর

নোবেল

এ বিভাগের আরো খবর