বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন সোমবার। দীর্ঘদিনের প্রণয়ের পর মুম্বাইয়ে দিয়ার নিজ বাড়িতে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে ছিমছাম আয়োজনে বিয়ে করেন এ অভিনেত্রী।
লাল ও সোনালি সিল্কের শাড়ি ও ভারী সোনার অলংকারে সেজেছিলেন দিয়া। বরের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি ও সোনালি পাগড়ি।
দিয়ার বিয়ের ছবিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। সেখানে দিয়া নিজেও কিছু ছবি পোস্ট করেছেন। দিয়ার বিয়ের কিছু ছবি দেখে নেয়া যাক-
বিয়ের পর দিয়া ও বৈভব
দিয়ার হাতে মেহেদি
মুম্বাইয়ে দিয়ার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়
বিয়ের আনুষ্ঠানিকতায় বর ও কনে
সাংবাদিকদের মিষ্টি দিচ্ছেন নতুন বউ
দিয়া মির্জা ও বৈভব রেখি
৩৯ বছর বয়সী দিয়া চলচ্চিত্র প্রযোজক সহিল সংঘের সঙ্গে ১১ বছর সংসার করেছেন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বলিউডে দিয়া মির্জার প্রথম সিনেমা ছিল রেহেনা হ্যা তেরে দিল মে। এ সিনেমাটি ব্যাপক জনপ্রিয় হয়। এরপর সাঞ্জু ও থাপ্পাড় সিনেমা সফল হয়। এখন তিনি মুঘল নামে একটি ওয়েব সিরিজে কাজ করছেন।