বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বলিউডে আমিরপুত্রের অভিনয় শুরু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:০৪

অনেক দিন ধরেই সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমিরপুত্র জুনায়েদ খান। কারণ গুজরাটের সমাজ সংস্কারক, সাংবাদিক ও লেখক করসনদাস মুলজির চরিত্রে অভিনয় করছেন তিনি।

আমির খানের ছেলে জুনায়েদ খানের সিনেমায় আসার খবর অনেক আগেই প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। নতুন খবর হলো শুটিংয়ের জন্য ক্যামেরার সমানে দাড়িয়েছেন তিনি। সোমবার শুরু হয়েছে জুনায়েদ অভিনীত প্রথম সিনেমামহারাজার দৃশ্যধারণ।

যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমার জন্য বেশ অনেক দিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন আমিরপুত্র। কারণ চরিত্রটাও বেশ গুরুত্বপূর্ণ। গুজরাটের সমাজ সংস্কারক, সাংবাদিক ও লেখক করসনদাস মুলজির চরিত্রে অভিনয় করবেন জুনায়েদ।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত কয়েক মাস ধরে এ সিনেমার জন্য মারোলের বিজয় নগরে বিশাল সেট নির্মাণ করা হয়েছে। মহারাজা সিনেমাটি পরিচালনা করছেন হিচকি সিনেমার পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা।

এ সিনেমায় আরও অভিনয় করছেন শালিনি পান্ডে, শর্বরী ওয়াগ ও জয়দীপ আহলাওয়াত।

মহারাজা সিনেমাটির গল্প নির্মিত হয়েছে ১৮৬২ সালের গুজরাটের মহারাজ লিবেল মামলা নিয়ে। পুষ্টিমার্গ নামের ধর্মীয় দলের নারী ভক্তদের নিয়ে দলের নেতারা যৌনাচারে লিপ্ত হন- বিষয়টি নিয়ে করসনদাস মুলজি ‘সত্য প্রকাশ’ পত্রিকায় লেখা ছাপেন।

পুষ্টিমার্গ ধর্মীয় দলের নেতা জাদুনাথজি ব্রিজরতনজি মহারাজ লেখাটির জের ধরে নানাভাই রুস্তমজি রনিনা ও করসনদাস মুলজির বিরুদ্ধে মামলা করেন যা মহারাজ লিবেল মামলা নামে ইতিহাসে পরিচিত।

এ বিভাগের আরো খবর