ভালোবাসতে দিন লাগে না। তবুও বিশেষ দিনে বিশেষ কিছু না করলে কেমন হয়? তাইতো নায়িকা বুবলী হাতে তুলে নিয়েছেন গিটার।
ভালোবাসার মানুষদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিতে ছয় তারে সুর তুলেছেন। কিছু লাইন বাজিয়ে শুনিয়েছেন ভক্ত দর্শকদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ সক্রিয় বুবলী। ফেসবুক, ইনস্টাগ্রামে নিয়মিতই খবর পাওয়া যাচ্ছে তার।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ইউটিউবে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে তিনি তার অভিনীত পাসওয়ার্ড সিনেমার একটি গানের কিছু অংশ বাজিয়ে শুনিয়েছেন।
ভিডিওতে বুবলী বলেছেন, ‘ভালোবাসা দিবসে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভালোবাসার মানুষদের জন্য এবং যারা আমাকে পছন্দ কর, তাদের জন্য এই প্রয়াস।’
বুবলী আরও বলেন, ‘আমি সিনেমার মানুষ, সংগীত আমার খুব প্রিয়। গিটার ও পিয়ানো আমার পছন্দের বাদ্যযন্ত্র। তাই মজা করে আপনাদের গিটার বাজিয়ে শোনালাম।’
শুধু ভালোবাসা দিবসে নয়, প্রতিদিনই সবার জন্য হোক ভালোবাসার- এই প্রত্যাশা জানিয়েছেন বুবলী।
নিজের ও পরিবারের জন্য প্রতিদিন একটি হলেও ভালো কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।