বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিডিও গেম ‘দ্য লাস্ট অফ আস’ নিয়ে সিরিজ

  •    
  • ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:০৯

‘দ্য লাস্ট অফ আস’ ভিডিও গেমটি নটি ডগ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। গেমটির গল্প সায়েন্স ফিকশনভিত্তিক। আধুনিক সভ্যতা ধ্বংস হওয়ার ২০ বছর পরের সময়ে গল্পের শুরু।  

প্লেস্টেশনের জনপ্রিয় ভিডিও গেম ‘দ্য লাস্ট অফ আস’- এর ওপর ভিত্তি করে সিরিজ নির্মাণ করছে এইচবিও।

সিরিজটিতে অভিনয় করবেন গেম অফ থ্রোনস সিরিজের দুই অভিনয়শিল্পী পেদ্রো প্যাস্ক্যাল ও বেলা র‍্যামসি।

পেদ্রো প্যাস্ক্যাল গেম অফ থ্রোনস সিরিজে অভিনয় করেছিলেন প্রিন্স ওবেরিন মার্টেলের চরিত্রে ও বেলা র‍্যামসি অভিনয় করেছিলেন লিয়ানা মরমন্টের চরিত্রে।

‘দ্য লাস্ট অফ আস’ ভিডিও গেমটি নটি ডগ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। গেমটির গল্প সায়েন্স ফিকশনভিত্তিক। আধুনিক সভ্যতা ধ্বংস হওয়ার ২০ বছর পরের সময়ে গল্পের শুরু।

জোয়েল (পেদ্রো প্যাস্ক্যাল) নামে এক সাহসী যুবক ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এবং তাকে দায়িত্ব দেয়া হয় এলি (বেলা র‍্যামসি) নামের ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণ করার।

কিন্তু তাকে অপহরণ করতে হবে কঠোর কোয়ারেন্টিন জোন থেকে। কাজটা এক সময় দুজনের জন্যেই নির্মম ও হৃদয়বিদারক হয়ে ওঠে। কারণ পুরো যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার দীর্ঘ যাত্রা তাদের পার করতে হবে। এই পুরো সময়টা বেঁচে থাকার জন্য একে অপরের ওপর নির্ভর করতে হবে।

অতীতে পাওয়া মানসিক আঘাত ও ব্যর্থতা জোয়েলকে ক্ষণে ক্ষণে তাড়না করে। কিন্তু এলিকে নিয়ে যেকোনো ভাবেই সুরক্ষা দিয়ে জোয়েলকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

পেদ্রো প্যাস্ক্যাল এখন কাজ করছেন ডিজনি প্লাসের জনপ্রিয় সিরিজ দ্য ম্যান্ডালোরিয়ানে। এ সিরিজটি বেস্ট ড্রামা সিরিজ হিসেবে এবারের গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছে।

কানটেমির বালাগোভ দ্য লাস্ট অফ আস সিরিজের পাইলট এপিসোড পরিচালনা করবেন। সিরিজটি যৌথভাবে প্রযোজনা করবে সনি পিকচার্স টেলিভিশন, প্লেস্টেশন প্রোডাকশন্স, ওয়ার্ল্ড গেমস, দ্য মাইটি মিন্ট ও নটি ডগ।

জনপ্রিয় মিনি সিরিজ চেরনোবিলের দুই নির্মাতা ক্রেইগ মাজিন ও নিল ড্রুকমান সিরিজের চিত্রনাট্য লিখবেন ও নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন।

এ বিভাগের আরো খবর