বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুটিংয়ের ফাঁকে এক ফ্রেমে তিন নায়িকা

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:০৪

সিনেমাটির মুম্বাই অংশের শুটিং অনেকটাই শেষ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শুটিং শেষ হবে এবং বাংলাদেশে শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।

শুটিংয়েই তারা ব্যস্ত থাকেন সবসময়। কিন্তু সাধারণত একসঙ্গে দেখা যায় না তাদের। তারা হলেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা ও সাবিলা নূর।

এরা সবাই ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং নিজস্ব পরিচয়ে পরিচিত। সিনেমা বা নাটকে প্রত্যেকেই আলাদাভাবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তারা।

এবার তাদের সুযোগ হয়েছে বঙ্গবন্ধু বায়োপিকে একসঙ্গে কাজ করার। মুম্বাইতে চলছে সিনেমার শুটিং। সেখানে কাজের ফাঁকে নিজেদের এক ফ্রেমে বন্দি করেছেন তারা।

সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার বড় বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

আর সাবিলা নূর অভিনয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার চরিত্রে।

এরা সবাই এখন অবস্থান করছেন মুম্বাইতে। সেখানে একসঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন নুসরাত ইমরোজ তিশা।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিশা তার ভেরিফাইড পেজে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল’।

সম্প্রতি মুম্বাইতে শুটিং সেটে গিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সিনেমাটির মুম্বাই অংশের শুটিং অনেকটাই শেষ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমকে তিনি জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে শুরু হবে বাংলাদেশে শুটিং।

এ বিভাগের আরো খবর