কণ্ঠশিল্পী আসিফ শুরু করেছেন শুদ্ধি অভিযান। সাম্প্রতিক সময়ে জেল-হাজত আর মামলা মোকদ্দমা তার পিছু ছাড়ছে না। এসব আর ভালো লাগে না তার।
আসিফ আকবর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মামলাকারীরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে বাইরে, আমি দৌড়ে বেড়াচ্ছি কোর্টের বারান্দায় দেশের সবচেয়ে বড় দাগী আসামী হিসেবে। অদ্ভূত আইনী চক্রবাকে পড়ে গেলাম। গারদে ঢুকতে খুব অপমান লাগে, খুব কষ্ট পাই।’
তাই আসিফ মনে করছেন, তার সঙ্গে অহেতুক সংঘাত সৃষ্টিকারী এবং উস্কানিদাতাদের জবাব দেয়ার জন্য আদালতই তার শেষ আশ্রয়।
আসিফ লিখেছেন, ‘সাউন্ডটেক, সংগীতা ও সিএমভি ছাড়া আমার ছবি যেসব কোম্পানি বিনা অনুমতিতে তাদের বাপের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে তাদের দিয়েই শুরু হবে শুদ্ধি অভিযান। বুঝে গেছি শান্তিতে থাকতে দিবেনা ওরা আমাকে, আমিও দুঃখিত বেইমানের দল’
মামলা-মোকদ্দমা আসিফের ভালো না লাগলেও অপমানের প্রতিশোধ নিতে চান এই কণ্ঠশিল্পী। তাই তিনি আইনজীবী প্যানেল করেছেন।
এই প্যানেলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিদের সঙ্গে আইনী প্রক্রিয়ায় যাবেন আসিফ এবং বৃহস্পতিবার থেকে এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন তিনি।
বিষয়টি নিয়ে আরও জানতে আসিফকে ফোন করা হলেও তাতে সাড়া দেননি তিনি।