বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাহিত্যনির্ভর নাটক পরিচালনায় মিমি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৫০

৩০ থেকে ৩৫ বছর আগে দক্ষিণায়নের দিন উপন্যাস অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনে একবার প্রচার হয়েছিল। উপন্যাসটি আবার নতুন প্রজন্মের দর্শককে পরিচয় করিয়ে দেয়াই সংশ্লিষ্টদের মূল লক্ষ্য।

আফসানা মিমি। একনামেই যার অনেক পরিচয়। অভিনেত্রী, নির্মাতা ও সংগঠক। বর্তমানে অভিনয়ে নিয়মিত না দেখা গেলেও নাটক নির্দেশনা দিতে দেখা যায় মাঝেমধ্যেই।

নতুন একটি ধারাবাহিক দিয়ে পরিচালনায় ফিরেছেন তিনি। কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে এই নাটকের নাম সায়ংকাল।

ধারাবাহিকটির নাট্যরূপ দেয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন আফসানা মিমি। ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার শুরু হচ্ছে ধারাবাহিকটির। সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচার হবে।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।

সায়ংকাল প্রযোজনা করেছেন এল রুমা আকতার। দীর্ঘ এই ধারাবাহিকটিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, সানজীদা প্রীতি, শাহাদাৎ হোসেন, শামস সুমন, নাঈম, সুষমা সরকার, স্বাগতা, শর্মীমালা, রাজীব সালেহীন ও জয়িতা মহলানবীশ।

সায়ংকাল নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

আফসানা মিমি বলেন, ‘বিটিভি থেকে যখন নতুন নাটক নির্মাণের ব্যাপারে আলাপ হচ্ছিল, তখন মহাপরিচালক স্যার সাহিত্যনির্ভর কাজের ব্যাপারে আগ্রহ দেখালেন।

‘আমি তখন দক্ষিণায়নের দিন উপন্যাস নতুন করে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিতে পারি কি না, বলতেই তিনি বেশ উৎসাহ দেন।’

৩০ থেকে ৩৫ বছর আগে দক্ষিণায়নের দিন উপন্যাস অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনে একবার প্রচার হয়েছিল। উপন্যাসটি আবার নতুন প্রজন্মের দর্শককে পরিচয় করিয়ে দেয়াই সংশ্লিষ্টদের মূল লক্ষ্য।

একটি মধ্যবিত্ত পরিবারের উত্থান, পতন, সংগ্রাম, ভালোবাসার সমন্বয়ে বহুস্তর জীবনের পূর্ণ রূপ তুলে ধরা হয়েছে ‘সায়ংকাল’ ধারাবাহিক নাটকে।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি ২০০০ সালে ধারাবাহিক নাটক বন্ধন দিয়ে পরিচালনায় আসেন। এরপর তিনি নির্মাণ করেন দীর্ঘ ধারাবাহিক গৃহগল্প, সাড়ে তিনতলা, কাছের মানুষ, ডলস হাউস, পৌষ ফাগুনের পালা, সাতটি তারার তিমির।

এ বিভাগের আরো খবর