বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ হচ্ছে ডিজনির স্টুডিও ব্লু স্কাই

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৫২

এপ্রিলে ব্লু স্কাই স্টুডিওটি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডেডলাইন। এর ফলে চাকরি হারাবেন স্টুডিওর ৪৫০ কর্মী।

জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি আইস এজ সিনেমার নির্মাণকারী স্টুডিও ব্লু স্কাই স্টুডিও বন্ধ করে দিচ্ছে মালিক প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি স্টুডিও।

টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের একটি অ্যানিমেশন স্টুডিও হিসেবে ১৯৮৭ সাল থেকেই কাজ করে আসছিল ব্লু স্কাই স্টুডিও।

২০১৯ সালে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স প্রতিষ্ঠানটি ডিজনি কিনে নিলে ব্লু স্কাই স্টুডিওর মালিকানাও চলে যায় ডিজনির কাছে।

ব্লু স্কাই স্টুডিওর বিশ্বব্যাপী গ্রস ইনকাম ৫.৯ বিলিয়ন মার্কিন ডলার।

আইস এজ ফ্র্যাঞ্চাইজিসহ আরও ১৩টি অ্যানিমেশন সিনেমা নির্মাণ করে এ স্টুডিওটি। যার মধ্যে রিও ও ফার্দিনান্দ সিনেমা দুটি ২০১৮ সালের অস্কার মনোনয়ন পায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানায়, গত এক বছর করোনা মহামারির কারণে অন্য অনেক প্রতিষ্ঠানের মতো ডিজনিও ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হয়েছে। স্টুডিও ছাড়াও ডিজনি থিম পার্ক ও ক্রুজগুলোও বন্ধ ছিল।

আগামী এপ্রিল মাসে ব্লু স্কাই স্টুডিওটি বন্ধ হয়ে গেলে প্রায় ৪৫০ কর্মী চাকরি হারাবে বলে জানিয়েছে ডেডলাইন।

ডিজনি স্টুডিওর একজন মুখপাত্রের বরাত দিয়ে ডেডলাইন আরও জানায়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কারণে অনেক দিক বিবেচনা করে ব্লু স্কাই স্টুডিওতে সিনেমা নির্মাণের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়া হয়েছে।

ব্লু স্কাই স্টুডিওর আর্কাইভ ডিজনির সঙ্গেই থাকবে। এ স্টুডিওর কর্মীদের অন্য কোনো বড় স্টুডিওতে কাজ পাওয়ার খবর এখনও পাওয়া যায়নি।

ব্লু স্কাই স্টুডিও নির্মিত শেষ সিনেমা ছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া স্পাইজ ইন ডিসগাইজ। উইল স্মিথ ও টম হল্যান্ড অভিনীত সিনেমাটি ব্যবসা সাফল হয়নি।

আইস এজ সিনেমার চরিত্রদের নিয়ে ডিজনি প্লাস একটি সিরিজ নির্মাণ করছে।

এ বিভাগের আরো খবর