বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিজু নিকের জন্য রণবীরের বিশেষ উপহার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২২

হলি-বলির জনপ্রিয় অভিনেত্রী  প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিককে জিজু সম্বোধন করে ইনস্টাতে একটি ঘোষণা দিয়েছেন রণবীর। নিকের ছবিসহ নিউটেলা জারের ছবিতে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

রণবীর সিং তার অভিনয় ছাড়াও দুরন্তপনার জন্য ভক্তদের কাছে বিশেষ পছন্দের। ভিন্ন রকম স্টাইলের জন্য মাঝে মাঝেই আলোচনায় আসেন তিনি।

ফ্যাশনে বৈচিত্র আনতে পটু এই অভিনেতা আরও দুটি জিনিস ‍বিশেষভাবে পছন্দ করেন। জিনিস দুটি হলো চকলেট ও দুষ্টুমি।

সম্প্রতি রণবীর সিং তার পছন্দের চকলেট স্প্রেড নিউটেলার সঙ্গে দুষ্টুমি মিশিয়ে মজা করেছেন যুক্তরাষ্ট্রের পপ সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে।

হলি-বলির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিককে জিজু সম্বোধন করে ইনস্টাতে একটি ঘোষণা দিয়েছেন রণবীর।

নিউটেলার পক্ষ থেকে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়ে রণবীর লিখেছেন, ‘প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের ছবিসহ বিশেষভাবে তৈরি মোড়কের নিউটেলা জার জিতে নিতে পারবেন।’

এ পোস্টে মন্তব্য করেছেন নিক জোনাস। তিনি কমেন্টে লিখেছেন, ‘পুরস্কারগুলো কী?’

পরের আরেকটি মন্তব্যে তিনি লেখেন, ‘আমি অংশ নিতে চাই। আশা করি রণবীরের ছবিসহ বিশেষভাবে তৈরি জার জিতে নেব।’

নিক প্রতিযোগিতায় অংশ নেয়ার আগেই রণবীর নিকের ছবি দিয়ে বিশেষভাবে তৈরি নিউটেলা জার পাঠিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে। বিশেষ উপহারের কথা নিককে জানিয়েও দিযেছেন ইনস্টাগ্রামে।

নিকের ছবিসহ নিউটেলা জারের সঙ্গে ছবি তুলে সেটা স্টোরিতে পোস্ট করে রণবীর বলেন, ‘আমার জিজুর (বোন জামাই) জন্য বিশেষভাবে তৈরি। নিক জোনাস তোমার জন্য বিশেষ ডেলিভারি যাচ্ছে। নিউটেলা ভারতের পক্ষ থেকে ভালোবাসা।’

এ বিভাগের আরো খবর