বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু বায়োপিকের দৃশ্যধারণ এগোচ্ছে দ্রুত। সিনেমাটির মুম্বাই অংশের শুটিং অনেকটাই শেষ বলে জানিয়েছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই চলচ্চিত্র চিত্রায়নের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
এদিন দুপুরে বাংলাদেশের তথ্যমন্ত্রী মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী অমিত দেশমুখ।
পরে তথ্যমন্ত্রী পরিচালক শ্যাম বেনেগাল এবং শিল্পী আরিফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, দিলারা জামানকে নিয়ে ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা শুটিং সেট পরিদর্শন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে আটকে রাখা হয়েছিল ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে। ধানমন্ডির সেই বাড়ির আদলে মুম্বাইয়ে তৈরি করা হয়েছে শুটিং সেট।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুম্বাইয়ে মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি বাঙ্কারসহ আশপাশের বাড়ির প্রতিরূপ দেখে প্রশংসা করেন ড. হাছান মাহমুদ।
বঙ্গবন্ধু বায়োপিকের সেট পরিদর্শন শেষে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিং শুরু হবে।
সোমবার বিকেলে মুম্বাইয়ের ‘ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমা’ পরিদর্শন ও সন্ধ্যায় বাংলাদেশ উপদূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক এবং মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান।
ভারতে পাঁচ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।