বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলে গেলেন ফরাসি চিত্রনাট্যকার জ্যাঁ-ক্লদ ক্যারিয়ের

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:০৯

ক্যারিয়ের ও বুনিউওয়েলের বেশ কিছু সিনেমা ইউরোপিয়ান চলচ্চিত্র জগতে এক নতুন মাত্রা যোগ করে। সিনেমার সঙ্গে শিল্প ও দর্শনের মেলবন্ধন ঘটায়।

দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিং, দ্যাট অবস্কিউর অবজেক্ট অফ ডিজায়ার সিনেমার চিত্রনাট্যকার জ্যাঁ-ক্লদ আর নেই। সোমবার প্যারিসের নিজ বাড়িতে ৮৯ বছর বয়সে মারা যান তিনি।

জ্যাঁ-ক্লদের মেয়ে কিয়ারা ক্যারিয়ের এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিং, দ্যাট অবস্কিউর অবজেক্ট অফ ডিজাইয়ার ও দ্য ডিসক্রিট চার্ম অফ দ্য বুর্জোয়াস সিনেমার চিত্রনাট্যের জন্য তিন বার অস্কার মনোনয়ন পান তিনি।

জ্যাঁ-ক্লদ ক্যারিয়ের স্প্যানিশ পরিচালক লুইস বুনিউওয়েলের বন্ধু ও সহযোগী ছিলেন। বুনিউওয়েল পরিচালিত দ্য ডায়েরি অফ অ্যা চেম্বারমেইড, বেল দে জ্যুর, দ্য মিল্কি ওয়ে, দ্য ফ্যানটম অফ লিবার্টি সিনেমার চিত্রনাট্য করেন ক্যারিয়ের।

ক্যারিয়ের ও বুনিউওয়েলের এ সিনেমাগুলো ইউরোপিয়ান চলচ্চিত্র জগতে এক নতুন মাত্রা যোগ করে। সিনেমার সঙ্গে শিল্প ও দর্শনের মেলবন্ধন ঘটায়।

দ্য স্টোরিটেলারসকে দেয়া সাক্ষাৎকারে জ্যাঁ-ক্লদ ক্যারিয়ের কথা বলেছিলেন বুনিউওয়েলের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুব কাছের ছিল। মেক্সিকো বা স্পেনের দূরের কোনো এক জায়গায় আমরা দুজন চলে যেতাম। ফরাসি বা স্প্যানিশ ভাষায় কথা বলতাম। কোনো বন্ধু ছাড়া, নারীসঙ্গ ছাড়া, স্ত্রীদের ছাড়া। একসঙ্গে কাজ করতাম, খেতাম এবং যে চিত্রনাট্যের কাজ নিয়ে যেতাম, তাতে সম্পূর্ণ নিমগ্ন হয়ে থাকতাম। আমি গুনেছি, আমি ওর সঙ্গে ২ হাজার বারেরও বেশি খাবার খেয়েছি। অনেক প্রেমিক-প্রেমিকার চেয়েও এটা বেশি।’

ক্যারিয়েরের জন্ম হয় দক্ষিণ ফ্রান্সের ছোট একটি গ্রামে; ১৯৩১ সালে। ইতিহাসবিদ হিসেবে বেড়ে ওঠেন তিনি। ১৯৫৭ সালে প্রথম উপন্যাস ‘লিজার্ড’ প্রকাশের পর ফরাসি অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার জাক্কা তাতি ও ফরাসি অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা পিয়ের ইটেক্সের সঙ্গে পরিচয় হয়।

ক্যারিয়ের ১৯৬৩ সালে পিয়ের ইটেক্সের সঙ্গে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হ্যাপি বার্থডে এর জন্য অস্কার পুরস্কার জিতে নেন।

ক্যারিয়েরের অন্যান্য কাজের মধ্যে আছে দ্য মাহাভারাতা, ভ্যালমন্ট, গোল্ডেন বয়, অ্যাট এটারনিটিস গেইট। ফিলিপ গ্যারেলের ড্রামা দ্য সল্ট অফ টিয়ারস এর চিত্রনাট্য ছিল তার লেখা শেষ কাজ।

এ বিভাগের আরো খবর