টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের বড় পর্দায় অভিষেক হয়েছিল একই সঙ্গে। ২০১৪ সালে হিরোপান্তি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তারা। হিরোপান্তির দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে টাইগার-কৃতি জুটিকে।
এই জুটিকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা এসেছে সম্প্রতি। প্রকাশ করা হয়েছে মোশন পোস্টার। আর মোশন পোস্টার নিজের ইনস্টাতে শেয়ার করেছেন টাইগার নিজেই।
নতুন সিনেমার নাম গানপথ। বিকাশ বহেলের পরিচালনায় নির্মিত হবে সিনেমার প্রথম কিস্তি।
যে মোশন পোস্টারটি প্রকাশ পেয়েছে, সেখানে টাইগারের উপস্থিতি নেই। হেলমেট পরে মোটরসাইকেলে বসে থাকতে দেখা যাচ্ছে কৃতিকে। ধারণা করা হচ্ছে বেশ মারকুটে চরিত্রে হাজির হচ্ছেন তিনি।
হিরোপান্তি সিনেমার দ্বিতীয় কিস্তিতে কৃতির আগে শোনা যাচ্ছিল সারা আলী খানের নাম। কিন্তু শেষমেষ কৃতিকে নিয়ে হতে যাচ্ছে হিরোপান্তি টু।
গানপথ সিনেমায় নতুন অবতারে কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
তবে এক সিনেমায় সারাকে নিতে না পারলে কী হবে! অন্য সিনেমায় নেয়া হবে। তাই ঘটলো। টাইগারের বিপরীতে নতুন সিনেমায় দেখা যেতে পারে সারাকে।
সিনেমাটি হবে বাঘি সিরিজের চতুর্থ কিস্তি। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিষয়টি চূড়ান্ত করা হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বলিউড হাঙ্গামা।