বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গীতিকারে পরিবর্তন

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:২২

মনিরুজ্জামান মনির ও আলম খানের কাছে ব্যাখ্যা চায় কপিরাইট অফিস। জবাবে মনিরুজ্জামান মনির গানটির গীতিকার হিসেবে নিজেকে দাবি করেননি। তবে আলম খান সুরকার হিসেবে নিজেকে দাবি করেছেন।

প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের গাওয়া ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি ব্যবহার করা হয় প্রাণ সজনী সিনেমায়। ১৯৮৩ সালে মুক্তি পায় সিনেমাটি; গানটির জনপ্রিয়তা এখনও এতটুকু কমেনি।

গানটির পাশে এত দিন সুরকার হিসেবে আলম খান ও গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনিরের নাম লেখা হয়ে আসছিল। সেই তথ্যে এবার পরিবর্তন এসেছে।

‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটির গীতিকার হিসেবে কপিরাইট সনদ পেয়েছেন প্রয়াত সৈয়দ আসাদউদ্দৌলা সিরাজী। গত ২৭ জানুয়ারি কপিরাইট অফিসের এক আদেশে এই সনদ ইস্যু করা হয়।

তবে সুরকার হিসেবে আলম খানকে এখনও কপিরাইট সনদ দেয়া হয়নি।

কপিরাইটস অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘গানটির সুরকার হিসেবে আলম খান কপিরাইট সনদ পেতে আবেদন করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আরও যাচাইবাছাই করতে হবে। সব প্রমাণ পেলে আমরা অবশ্যই আলম খানকে সনদ দেব।’

তিনি আরও বলেন, ‘এই গানটি অন্য কোথাও ব্যবহারের জন্য এখন থেকে সনদপ্রাপ্ত গীতিকারের পরিবারের সদস্যদের কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রযোজক এই অনুমতি দেয়ার অধিকার হারিয়েছেন।’

প্রয়াত আসাদউদ্দৌলা সিরাজীর উত্তারিকারী সৈয়দা গুলরুখ সিরাজী গানটির কপিরাইটের জন্য গত বছেরর শুরুর দিকে আবেদন করেন। তার দাবি, বহুকাল আগে থেকেই আসাদউদ্দৌলা সিরাজীর মাজারে গানটি সুরসহ পরিবেশিত হয়ে আসছে।

দাবির সপক্ষে গুলরুখ সিরাজী ১৯৬৫ সালে প্রকাশিত একটি গ্রন্থ জমা দেন। সেই গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত আছে। একই সঙ্গে গানটি মাজারে পরিবেশনের সময়ের একটি ভিডিও তিনি জমা দেন কপিরাইট অফিসে।

এর পরিপ্রেক্ষিতে মনিরুজ্জামান মনির ও আলম খানের কাছে ব্যাখ্যা চায় কপিরাইট অফিস। জবাবে মনিরুজ্জামান মনির গানটির গীতিকার হিসেবে নিজেকে দাবি করেননি।

অন্যদিকে আলম খান লিখিত বক্তব্যে জানান, গানটির সুরকার তিনি নিজেই এবং সুরকারের কপিরাইট অন্য কাউকে না দেয়ার অনুরোধ জানান তিনি।

এ বিভাগের আরো খবর