কলকাতার গুণী অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী সিনেমার। এবার তার সিনেমার বিষয়বস্তু ধর্ষণের সামাজিক প্রেক্ষাপট। সিনেমার নাম দ্য রেপিস্ট ।
ধর্ষক হয়ে ওঠার পেছনে কীভাবে সমাজ দায়ী থাকে, এই বিষয়টি নিয়ে সাজানো হয়েছে সিনেমার চিত্রনাট্য।
ধর্ষণের শিকার হওয়া ব্যক্তির মানসিক অবস্থা কেমন হয় এবং সেই ব্যক্তি কীভাবে পরিস্থিতির মোকাবেলা করেন, তাও উঠে আসবে দ্য রেপিস্ট সিনেমায়।
সিনেমায় অভিনয় করবেন কঙ্কনা সেন শর্মা ও অর্জুন রামপাল। দ্বিতীয় বারের মতো একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন তারা। ২০১৩ সালে বিনোদ মিত্র পরিচালিত মেরিডিয়ান লাইনস সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করে এই জুটি।
অর্জুন রামপাল এখন ব্যস্ত তার পরবর্তী অ্যাকশন সিনেমা ধাকাড় নিয়ে। এ সিনেমায় তিনি খল চরিত্রে অভিনয় করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, দ্য রেপিস্ট সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। মার্চ থেকে সিনেমার দৃশ্যধারণের কাজ পুরোদমে শুরু হবে।
দ্য রেপিস্ট সিনেমাটি হবে অপর্ণা পরিচালিত তৃতীয় হিন্দি ভাষার সিনেমা। আগে তিনি সারি রাত (২০১৫) ও সোনাটা (২০১৭) নামের দুটি হিন্দি ভাষার সিনেমা নির্মাণ করেন।