বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হল না বাঁচলে সালমানের টিকে থাকা কঠিন!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:০৬

সালমান খান বলেছেন, ‘লোকসানের কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমাদের সিনেমাগুলো কোথায় দেখাব? এটাই তো আমাদের রুটিরুজি। এটা ভালো লক্ষণ নয়।’

সিঙ্গেল স্ক্রিনগুলোকে মৃত্যুপুরীর মতো মনে হয় বলিউড ভাইজান সালমান খানের। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ভারতে এখন সিনেমা হলে দর্শকের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সিনেমা হলের সব সিটেই দর্শকরা বসতে পারবেন। তারপরও দর্শকরা যাচ্ছেন না সিনেমা দেখতে।

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সালমান জানিয়েছেন, সিনেমা হল না বাঁচলে সুপারস্টারদের টিকে থাকাও কঠিন হয়ে পড়বে।

সালমানের সিনেমা মানেই যেন বক্স অফিস কাঁপানো কোটি টাকার ব্যবসা। সেখানে, হল খুলে দেয়ার পরও সিনেমা মুক্তি দিতে ভয় পাচ্ছেন সালমান খানসহ অন্যরা।

তিনটি সিনেমা প্রস্তুত করে বসে আছেন সালমান। অপেক্ষা করছেন প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার। সিনেমা তিনটি হলো- রাধে, কাভি ঈদ কাভি দিওয়ালি ও অন্তিম।

ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সালমান খান বলেছেন, ‘লোকসানের কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অনেক সিনেমা হল বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় আমাদের সিনেমাগুলো কোথায় দেখাব? এটাই তো আমাদের রুটিরুজি। এটা আমাদের জন্য ও সিনেমার জন্য মোটেই ভালো লক্ষণ নয়।’

ঘোষণা ছিল ঈদে মুক্তি পাবে সালমান খানের সিনেমা রাধে-দ্য মোস্ট ওয়ান্ডেট ভাই। সিনেমাটি জি স্টুডিওর কাছে বিক্রি করা হয়েছে বলে খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। এর পর ভারতীয় হল মালিকরা সালমানকে অনুরোধ করে সিনেমাটি হলে মুক্তি দিতে।

এ বিভাগের আরো খবর