বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনন্তর সিনেমায় রবি কিষানের পরিবর্তে তরুণ আরোরা

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪১

রোববারের মহরতে অনন্ত জলিল জানান, রবি কিষানের পরিবর্তে এ সিনেমায় অভিনয় করবেন তরুণ আরোরা। 

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো রোববার। নেত্রী দ্য লিডার সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার চলচ্চিত্র।

আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই জানা গেছে, এ সিনেমায় বাংলাদেশ, ভারত ও তুরস্কের অনেক অভিনয়শিল্পী কাজ করবেন।

তাদের মধ্যে ভারতের প্রদীপ রাওয়াত, কাবির দুহান সিং ও রবি কিষানের এ সিনেমায় অভিনয় করার কথা থাকলেও রবি কিষান আার থাকছেন না।

রোববার আনুষ্ঠানিক ঘোষণায় অনন্ত জলিল জানান, রবি কিষানের পরিবর্তে এ সিনেমায় অভিনয় করবেন তরুণ আরোরা।

তিনি জানান, রবি কিষান ভারতের লোকসভার সংসদ সদস্য। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি সিনেমার কাজ করছেন না।

অনন্ত জানান, ২৭ ফেব্রুয়ারি ভারতীয় তিন অভিনেতা প্রদীপ রাওয়াত, কাবির দুহান সিং ও তরুণ আরোরা ঢাকায় আসবেন। তাদের নিয়ে নেত্রী দ্য লিডার সিনেমার আরও একটি মহরত হবে।

রোববারের মহরতে অনন্ত জলিল আরও জানান, নেত্রী দ্য লিডার সিনেমার শুটিং শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। চার দিন ঢাকায় দৃশ্যধারণের পর সিলেটে শুটিং শুরু হবে। এ সিনেমার ৯৫ শতাংশ শুটিং তুরস্কে করা হবে।

রাজনৈতিক প্রেক্ষাপটে অ্যাকশনধর্মী সিনেমা নেত্রী দ্য লিডার। এর মূল চরিত্রে থাকছেন বর্ষা, অনন্ত জলিল অভিনয় করবেন বর্ষার দেহরক্ষী হিসেবে।

সিনেমাটি পরিচালনা করছেন তিন জন। তারা হলেন- ভারতের উপেন্দ্র মাধব, বাংলাদেশের অনন্ত জলিল ও তুরস্কের একজন।

এ বিভাগের আরো খবর