বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যেটা ভালো পারেন সেটাই করছেন জন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৪৯

অ্যাকশন বা মারামারির দৃশ্যায়নের সঙ্গে মোটরসাইকেল চালানোর সুযোগ পেলে জন আব্রাহাম সবচেয়ে খুশি হন। নতুন ছবির সেট থেকে এমনটাই জানান তিনি। 

বলিউড অভিনেতা জন আব্রাহামের মোটরসাইকেল প্রীতির কথা অনেকেই জানেন। তার সিনেমাগুলোতেও মোটরসাইকেল চালানো অবস্থায় তাকে অসংখ্যবার দেখা গেছে।

অ্যাকশন বা মারামারির দৃশ্যায়নের সঙ্গে মোটরসাইকেল চালানোর সুযোগ পেলে জন আব্রাহাম সবচেয়ে খুশি হন। নতুন ছবির সেট থেকে এমনটাই জানান তিনি।

জন আব্রাহাম এখন ব্যস্ত তার পরবর্তী অ্যাকশনধর্মী সিনেমা অ্যাট্যাক নিয়ে। ইনস্টাগ্রামে সিনেমার সেটের একটি ছবি পোস্ট করেন জন যেখানে তাকে দেখা যাচ্ছে বাইকের উপর বসে শুটিং ক্রুয়ের সঙ্গে কথা বলছেন।

তার পরনে কালো প্যান্ট ও গেঞ্জি। জনের ঘাড়ে কিছু নকল রক্তও দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে জন লিখেছেন, ‘যা করতে সবচেয়ে ভালো পারি, পছন্দের জায়গায় তাই করছি।’

এর দুই দিন আগে তিনি একটি ইনডোর শুটিং সেট থেকে অ্যাট্যাক সিনেমার দৃশ্যায়নের ভিডিও শেয়ার করে বলেন, ‘ব্যাক টু অ্যাট্যাক!’ অর্থাৎ ‘অ্যাট্যাকে ফিরে এলাম।’

অ্যাট্যাক সিনেমাটি পরিচালনা করছেন লাক্স্যা রাজ আনন্দ। অভিনয়ের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনাও করছেন জন আব্রাহাম।

সিনেমায় আরও আছেন রাকুল প্রিত সিং ও জ্যাকলিন ফার্নান্দেজ।

এ বিভাগের আরো খবর