গুপী বাঘা প্রোডাকশন্স প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শবনম প্রদর্শন করা হবে আর্টহাউজ এশিয়া চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে।
উৎসবটি ২১ ফেব্রুয়ারি থেকে কলকাতার বাসুশ্রী সিনেমা হলে শুরু হবে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আফগানিস্তানের পরিচালক জাবিউল্লাহ সাইফি আসকারি।
বাংলাদেশের গুপী বাঘা প্রোডাকশন্স থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।
আরিফুর রহমান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের লেখক/পরিচালক জাবিউল্লাহ সাইফি আসকারির সঙ্গে। সে আমার দেখা সবচেয়ে স্থির মানুষ।
‘জাবিউল্লাহর মতো একজন সৎ পরিচালকের সঙ্গে সিনেমার এই দীর্ঘযাত্রায় আমি ও বিজন যুক্ত হতে পেরে গর্বিত। বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের এটি দ্বিতীয় প্রযোজনা।’
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে শবনম আরও ১৪টি চলচ্চিত্রের সঙ্গে লড়াই করবে।
১৬ মিনিটের এ চলচ্চিত্র উৎসবের চারটি ওয়ার্ল্ড প্রিমিয়ারের একটি। অন্যান্য ওয়ার্ল্ড প্রিমিয়ার চলচ্চিত্রগুলো হলো ব্রাজিলের জাগুয়ার ম্যান, ভারতের সংগস ফ্রম অ্যা ফারআওয়ে ল্যান্ড ও ভারতের ওয়াকিং ওভার ওয়াটার।
আর্টহাউজ এশিয়া চলচ্চিত্র উৎসবে ছয়টি চলচ্চিত্রের এশিয়ান প্রিমিয়ার ও সাতটি চলচ্চিত্রের ইন্ডিয়ান প্রিমিয়ার হবে।