বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুটিং করতে গিয়ে আহত জেনিফার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:০০

শুটিংয়ের সময়ে জেনিফারের চোখের পাতায় কাচের টুকরো ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। শুটিং সেট থেকে জানানো হয়, তিনি গুরুতর আহত হননি।

নতুন সিনেমা ডোন্ট লুক আপ-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী জেনিফার লরেন্স।

শুক্রবার রাতে নিয়ন্ত্রিত একটি কাচ বিস্ফোরকের দৃশ্যায়ন করতে গিয় এই দুর্ঘটনা ঘটে।

ডোন্ট লুক আপ নেটফ্লিক্সের কমেডি সিনেমা। এর পরিচালক অ্যাডাম ম্যাকেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে বলা হয়, জেনিফার লরেন্স ও সহশিল্পী টিমোথি শ্যালেমে স্থানীয় সময় শুক্রবার রাত একটার দিকে একটি রেস্তোরাঁয় শুটিং করছিলেন। সিনেমার দৃশ্যায়নে সে রেস্তোরাঁর কাচের জানালা নিয়ন্ত্রিতভাবে ভেঙে পড়ার কথা। কিন্তু পুরো প্রক্রিয়াটি পরিকল্পনা অনুযায়ী হয়নি।

শুটিংয়ের সময়ে জেনিফারের চোখের পাতায় কাচের টুকরো ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। শুটিং সেট থেকে জানানো হয়, তিনি গুরুতর আহত হননি। কিন্তু শুক্রবারের শুটিং স্থগিত করা হয়।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ, জোনাহ হিল ও ক্রিস ইভান্স।

জেনিফার ও লিওনার্দো এ সিনেমায় জ্যোতির্বিদের ভূমিকায় অভিনয় করছেন। এ দুই জ্যোতির্বিদ ধারণা করেন একটি বিশালাকার উল্কাপিণ্ড পৃথিবীকে ছয় মাসের মধ্যে আঘাত করবে। এ কারণে তারা ভ্রমণে নেমে পড়েন পৃথিবীর মানুষকে সাবধান করতে।

এ বিভাগের আরো খবর