বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনন্তর সিনেমা পরিচালনা করছেন না ইফতেখার

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২১ ২০:০২

ইফতেখার চৌধুরী জানিয়েছেন, অনেক বেশি ব্যস্ততার কারণে ‘নেত্রী-দ্য লিডার’ পরিচালনা করছেন না তিনি। তবে অনন্ত জলিলের সঙ্গে নতুন সিনেমায় কাজ হবে তার।

শুরু হতে যাওয়া অনন্ত জলিলের নতুন সিনেমা নেত্রী-দ্য লিডার। এক অনুষ্ঠানে অনন্ত জানিয়েছিলেন সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

কিন্তু শনিবার সন্ধ্যায় পরিচালক জানালেন, তিনি সিনেমাটি পরিচালনা করছেন না। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফতেখার চৌধুরী লেখেন, ‘সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, নেত্রী-দ্য লিডার সিনেমার ডিরেক্টর হিসাবে যারা আমার নাম তুলেছেন তাদের বলছি যে, নেত্রী-দ্য লিডার সিনেমা আমার পরিচালনা করার কথা ছিল কিন্তু মুক্তি সিনেমা নিয়ে ব্যস্ততার কারণে আমি নেত্রী-দ্য লিডার সিনেমার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি।’

মুক্তি সিনেমার পরই নাকি ইফতেখার চৌধুরী শাকিব খানকে নিয়ে শুরু করবেন তার লন্ডন লাভ সিনেমার দৃশ্যধারণ।

তাই তিনি জানিয়েছেন, অনেক বেশি ব্যস্ততার কারণে নেত্রী-দ্য লিডার পরিচালনা করছেন না তিনি। অগেই বিষয়টি জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ইফতেখার চৌধুরী।

তিরি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘তবে চিন্তার কোনো কারণ নেই, অনন্ত জলিল ভাইয়ের সঙ্গে আমার আরও একটা নতুন ফিল্মে কাজ হবে। সময়মতো বাকি তথ্যগুলো জানিয়ে দেয়া হবে।’

অনন্ত জলিল তার নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ৭ ফেব্রুয়ারি।

এ বিভাগের আরো খবর