দুই বাংলা এক হওয়ার অন্যতম বিন্দু হলো চলচ্চিত্র। সংস্কৃতির এই মাধ্যমটি দিয়েই দুই দেশের আত্মিক সম্পর্ক উন্নত হবে এবং দুই বাংলার মানুষ আরও কাছাকাছি আসবে বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। নন্দনে বসেছে এর তৃতীয় আসর। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের ৩০টি সিনেমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জয়া আহসান, রিয়াজ আহমেদ, জাহিদ হাসান, কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও তার স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলা।
এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমা ভারতে ও ভারতের সিনেমা বাংলাদেশে প্রদর্শনই একমাত্র উপায় হলো বিনিময়। এই উপায়টি আরও সহজ হবে কিনা জানতে চাওয়া হয়েছিল তথ্যমন্ত্রীর কাছে।
উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমা ভারতে বা ভারতের সিনেমা তো অবাধে বাংলাদেশে মুক্তি পায় না। তাই বিষয়টি সহজ করতে দুই পক্ষ থেকেই দরজা খুলে দিতে হবে।’
জয়া আহসান, জাহিদ হাসান, রাফিয়াত রাশিদ মিথিলা ও রিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত
অন্যাদিকে জয়া আহসান, রিয়াজ আহমেদ, জাহিদ হাসান, সৃজিত মুখার্জি, রাফিয়াত রাশিদ মিথিলাকে এক ফ্রেমে পেয়ে অন্যরকম এক সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
তারা প্রতিবেদনে সম্ভাবনা প্রকাশ করে বলেছে, জয়া আহসানের সঙ্গে মিথিলার ‘পুরনো তিক্ততা’ মিটল!
এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, একসময় টালিউডে কানপাতলেই শোনা যেত, পরিচালক সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন।
তবে শেষমেশ সৃজিত বিয়ে করেন বাংলাদেশের মেয়ে সমাজকর্মী ও অভিনেত্রী মিথিলাকে। আর এভাবেই নাকি দুরত্ব তৈরি হয় জয়া-মিথিলার।
সৃজিত পরিচালিত একাধিক সিনেমায় জয়া অভিনয় করলেও সৃজিলার রিসেপশনে আমন্ত্রণ পাননি জয়া। চাউর আছে, মিথিলার আপত্তিতেই নাকি জয়াকে আমন্ত্রণ দেয়া হয়নি।
বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে একফ্রেমে সবাইকে দেখে কথা উঠেছে, এবার হয়তো মিটে গেল জয়া-মিথিলার দূরত্ব!