অস্কারজয়ী মিউজিক্যাল দ্য সাউন্ড অফ মিউজিক চলচ্চিত্রের অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। খবরটি নিশ্চিত করেছে একাধিক যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম।
যুক্তরাষ্ট্রের কনেটিকাটে নিজ বাড়িতে স্ত্রী এলেইন টাইলরের পাশেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৯১ বছর বয়সী কানাডিয়ান এ অভিনেতা।
১৯৬৫ সালে মুক্তি পাওয়া দ্য সাউন্ড অফ মিউজিক চলচ্চিত্রে ক্যাপ্টেন ভন ট্র্যাপের চরিত্র প্লামারকে জনপ্রিয় করে তুলেছিল।
২০১২ সালে দ্য বিগেনার্স চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার পান। ২০১০ সালে দ্য লাস্ট স্টেশন ও ২০১৮ সালে অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড সিনেমার জন্য অস্কারে মনোনীত ছিলেন প্লামার।
তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে দ্য ম্যান হু উড বি কিং ও নাইভস আউট উল্লেখযোগ্য।
‘ক্রিস একজন অসাধারণ মানুষ ছিলেন, যিনি গভীরভাবে তার পেশাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। পুরনো দিনের ধারা মেনে চলা ও বিনয় তার কাজে প্রকাশ পেত।’– বলেন তার পুরনো দিনের বন্ধু লুই পিট। ৪৬ বছর ধরে প্লামারের এ বন্ধু তার ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।
লুই আরও বলেন, ‘তিনি একজন জাতীয় সম্পদ ছিলেন। তার শিল্প ও মানবিকতা দিয়ে আমাদের সবার মন ছুঁয়ে দিতেন তিনি। আগামী প্রজন্মের মধ্য দিয়ে তার কিংবদন্তি জীবন বয়ে চলবে। তিনি চিরদিন আমাদের সঙ্গে থাকবেন।’
প্রশংসনীয় জীবন কেটেছে তার মঞ্চে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুটি টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি। দ্য ইনসাইডার, ১২ মাঙ্কিজ, স্টার ট্রেক VI: দ্য আনডিসকভারড কান্ট্রি ও অ্যা বিউটিফুল মাইন্ড সিনেমায় প্রশংসিত হয়েছেন।
আপ, অ্যান আমেরিকান টেইল ও ম্যাডেলিন টেলিভিশন সিরিজে কণ্ঠ দিয়েছেন।
ক্রিস্টোফার প্লামারের জন্ম ১৯২৯ সালের ১৩ ডিসেম্বর কানাডার টরন্টোতে। শৈশব-কৈশোর কেটেছে মন্ট্রিলে।
ওটোয়ার কানাডিয়ান রেপার্টরি থিয়েটার থেকে ১৯৪৮ সালে প্রথমবারের মতো মঞ্চে অভিনয় করেন। নাটকটির নাম ছিল সিম্বেলাইন। এর পর সিবিসি টেলিভিশনের জন্য ওথেলো নামে একটি নাটকে কাজ করেন।
পঞ্চাশের দশকের দিকে নিউ ইয়র্কে এসে ব্যাপকভাবে টেলিভিশনে কাজ শুরু করেন প্লামার। ক্রাফট টেলিভিশন থিয়েটার, হলমার্ক হল অফ ফেইম, প্রোডিউসার্স শোকেস, অ্যাপয়েন্টমেন্ট উইথ অ্যাডভেঞ্চার ও অমনিবাস তার মধ্যে উল্লেখযোগ্য।