বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডের সিনেমা ‘পিপ্পা’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩৩

পিপ্পা সিনেমায় ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের চরিত্রে অভিনয় করবেন ভারতীয় অভিনেতা ঈশান খট্টর। সিনেমার আবহসংগীত এবং সংগীত পরিচালনা করবেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে হচ্ছে আরও একটি সিনেমা। পিপ্পা নামে সিনেমাটির পরিচালনা করছেনএয়ারলিফট-খ্যাত পরিচালক রাজা কৃষ্ণ মেনন; প্রযোজনায় রয়েছেন রনি স্ক্রওয়ালা ও সিদ্ধার্থ রয় কাপুর।

বিনোদনভিত্তিক ভারতীয় নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪৫তম অশ্বারোহী ট্যাঙ্ক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের লেখা ‘দ্য বার্নিং চ্যাফি’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

ব্রিগেডিয়ার বলরাম সিং মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেন। সঙ্গে ছিলেন তার ভাইবোন।

সিনেমার নাম পিপ্পা রাখার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় দেখানো হবে রাশিয়ান ট্যাঙ্ক ‘পিটি-৭৬’, যা স্থলপথ ও জলপথে চলতে পারে। এই ধরনের কোনো বস্তুকে ভারতে স্থানীয়ভাবে ‘পিপ্পা’ বলে ডাকা হয়।

মুক্তিযুদ্ধে যশোরের গরিবপুরে রাশিয়ান ট্যাঙ্ক পিটি-৭৬ ব্যবহার হয়।

১৯৭১ সালের ২১ নভেম্বর, ৪৫ ক্যালিভারির ১৪ পিটি-৭৬ ট্যাঙ্ক-এর একটি স্কোয়াড্রনের সহায়তায় গরিবপুরে ১৪-পাঞ্জাব ব্যাটেলিয়ন পাকিস্তানি দুর্গে আক্রমণ চালায়। কিন্তু পাকিস্তান বাহিনী এম ২৪ চ্যাফি নামক হালকা ট্যাংক দ্বারা সজ্জিত তৃতীয় স্বাধীন সশস্ত্র স্কোয়াড্রনের সহায়তায় এই আক্রমণ প্রাথমিকভাবে রুখে দেয়।

আক্রমণ রুখে দিলেও মনোবল ভেঙে যায় পাকবাহিনীর। শেষ পর্যন্ত মুক্তিবাহিনীর কাছে পরাস্ত হয় তারা।

পিপ্পা সিনেমায় ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের চরিত্রে অভিনয় করবেন ভারতীয় অভিনেতা ঈশান খট্টর। সিনেমার আবহসংগীত ও সংগীত পরিচালনা করবেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান।

এ বিভাগের আরো খবর