বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনন্তর সিনেমায় ভারতের কাবির দুহান সিং

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৩

গত দুই দিন রহস্যে থাকার পর জানা গেল, অনন্ত জলিল-বর্ষা জুটির ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ভারতের কাবির দুহান সিং। ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

ভারতীয় অভিনেতা কাবির দুহান সিং তার ফেসবুক, ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু দেশের কেউ বলতে পারছিলেন না যে, কাবির দুহান সিং দেশের কোন সিনেমা বা কার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

গত দুই দিন বিষয়টি রহস্যে থাকার পর পাওয়া গেল সেই তথ্য। ভারতের কাবির দুহান সিং অভিনয় করতে যাচ্ছেন অনন্ত-বর্ষা জুটির নেত্রী -দ্য লিডার সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন অভিনেতা।

নেত্রী দ্য লিডার বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার সিনেমা। এর পঁচানব্বই ভাগ দৃশ্যধারণ হবে তুরস্কে। ঢাকাতেও কয়েক দিন শুটিং হবে বলে জানিয়েছেন কাবির দুহান সিং।

তিনি বলেন, ‘সিনেমায় আমি খল ও সন্ত্রাসবাদী একটি চরত্রে অভিনয় করছি। আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, যেখানে অবৈধ কাজ পরিচালিত হয়। সিনেমায় আমাদের প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভাষা কখনোই কোনো সমস্যা না। যদি তাই হতো, তাহলে দক্ষিণ ভারতের তিন ডজন সিনেমা আমি করতে পারতাম না। আমার অভিনীত দুটি হিন্দি ভাষার সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। মালায়লাম এবং পাঞ্জাবি সিনেমারও অফার আছে আমার কাছে। আশা করছি বাংলাদেশ ও তুরস্কের এই সিনেমা আমার অভিনয়ের ব্যাপ্তি বৃদ্ধির নতুন দরজা খুলে দেবে।’

সিনেমায় ভারতীয় অভিনেতা কাবির দুহান সিং যুক্ত হওয়ার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি অনন্ত জলিল। সূত্র জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেবেন অনন্ত।

নেত্রী দ্য লিডার হতে যাচ্ছে কাবির দুহান সিং অভিনীত ৪০তম সিনেমা। ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

এ বিভাগের আরো খবর