বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাটক-সিনেমায় পুলিশের ভাবমূর্তি রক্ষা চান ডিএমপি কমিশনার

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০১

বুধবার নাটক ও সিনেমার বিভিন্ন সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাটক ও সিনেমার বিভিন্ন সমিতির নেতারা। প্রোডাকশনে পুলিশকে দেখানো, পুলিশের ইউনিফর্মের ব্যবহার এবং নির্মাণ ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিয়ে সভায় দুই পক্ষের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়েছে।

নিউজবাংলাকে ডিরেক্টর্স গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘নির্মাণের সব ক্ষেত্রে পুলিশের সহযোগিতা কীভাবে পাওয়া যাবে, তা নিয়েই ছিল মতবিনিময় সভা। পুলিশ, নির্মাতা, অভিনয়শিল্পীরা কীভাবে একে অপরের সহায়ক হয়ে কাজ করতে পারেন, তা নিয়ে খোলামেলা কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সভায় বলে দিয়েছেন যে, নির্মাণের যেকোনো ক্ষেত্রে যেন নির্মাণ সংশ্লিষ্টরা পুলিশের সহযোগিতা পান।’

বুধবার সকাল ১১টায় ডিএমপি সদরদপ্তরে এই মতবিনিময় সভা হয়। অংশ নেন চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক প্রদর্শক সমিতি, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, নাট্যকার সংঘ ও প্রেজেন্টারস প্লাটফর্ম।

সম্প্রতি নবাব এলএলবি সিনেমায় পুলিশের কণ্ঠে কুরুচিপূর্ণ বক্তব্য থাকার অভিযোগে পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধা।

প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে অলিক বলেন, ‘কথা প্রসঙ্গে এই বিষয়টি এসেছে। তবে এটা আমাদের আলোচ্য বিষয় ছিল না।’

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনারসহ শীর্ষ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

নবাব এলএলবি সিনেমার ভাইরাল ভিডিওটি বাস্তবসম্মত নয় বলে সভায় উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘ভিডিওটিতে পুলিশের কার্যক্রম দেখলে থানায় যেতে নারীরা নিরুৎসাহিত হবেন। এখন প্রতিটি থানায় নির্যাতনের শিকার নারীদের জন্য নারী সহায়তা ডেস্ক রয়েছে। যেখানে ২৪ ঘণ্টা পুলিশের নারী সদস্যরা সেবা প্রদান করছেন।’

তিনি নির্মাণ সংশ্লিষ্টদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে যে সংবাদটি দিচ্ছেন, তা সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমাদের কাজগুলো শৈল্পিক দৃষ্টিতে উপস্থাপন করুন। হিংস্র বা অবাস্তব কোনো বিষয় উপস্থাপন করা থেকে বিরত থাকুন।’

সিনেমা বা নাটকে কি শুধু পুলিশের ইতিবাচক ভূমিকাই তুলে ধরতে হবে, না কি নেতিবাচক বিষয়ও তুলে ধরা যাবে- জানতে চাইলে ডিরেক্টর্স গিল্ডের সাধারণ সম্পাদক অলিক বলেন, ‘ভালো খারাপ তো সব জায়গায় আছে। কিন্তু আমরা যেন ভালোর সঙ্গে থাকতে পারি। ভালো কাজটা করি।’

সভায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম নাটক-সিনেমায় পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন। সে আহ্বানে সাড়া দিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা।

সভায় আরও ছিলেন তানিয়া আহমেদ, তানভিন সুইটি, সাজু খাদেম, নাট্যকার মাসুম রেজা, ডিএ তায়েবসহ ডিএমপির শীর্ষ কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর