দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। এখন আছেন মুম্বাই; অভিনয় করছেন বঙ্গবন্ধু বায়োপিকের বঙ্গবন্ধু চরিত্রে। হয়তো একটু বেশি ব্যস্ততা যাচ্ছে জন্মদিনেও। কয়েকবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে।
দেশের বাইরে সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও নতুন একটি খবর দিয়েছেন ভক্তদের। ফেসবুকে তিনি তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা মিশন এক্সট্রিমের একটি ছবি পোস্ট করেছেন। রোমান্টিক ধাঁচের সেই ছবিতে শুভর পাশে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
ছবিটি শেয়ার করে শুভ জানিয়েছেন, ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে মিশন এক্সট্রিম সিনেমার রোমান্টিক একটি গান।
‘জানি তুমি ছিলে, শত দ্বিধা ভুলে/ এসেছি আজ তোমারি হতে’- এমন কথার গানটির সুর, সংগীত করেছেন অদিত।
২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শুভর। এখন পর্যন্ত শুভ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, অগ্নি, ছুঁয়ে দিলে মন, ঢাকা অ্যাটাক।
কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন শুভ। রঞ্জন ঘোষ পরিচালিত ছবিটির নাম আহা রে।
সিনেমায় আরিফিন শুভর বিভিন্ন লুক নিয়ে ভক্তর বানানো পোস্টার। ছবি: সংগৃহীত
শুভ অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে মিশন এক্সট্রিম, জ্যাম ও বঙ্গবন্ধু।
সিনেমার বাইরে বিভিন্ন ফটোশুটে আরিফিন শুভ। ছবি: সংগৃহীত
ঢাকা অ্যাটাক সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।