ওয়েব প্ল্যাটফর্মে থ্রিলার ঘরানাকেই সবাই বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু পরিচালক সামির আহমেদ আপাতত পথ বাঁকিয়ে নিয়ে গেলেন অন্যদিকে। নির্মাণ করলেন হরর-কমেডি ঘরানার ওয়েব কনটেন্ট।
টু ম্যাড মেন নামে চার পর্বের ওয়েব কনটেন্ট তিনি বানিয়েছেন বঙ্গ বিডির জন্য। এর চিত্রনাট্য করেছেন কৌশিক দে। নির্মাতা জানালেন, এটা নাকি চিত্রনাট্যকারের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা।
নিউজবাংলাকে সামির আহমেদ বলেন, ‘এটা মূলত অফিস কালচারের মধ্যে গড়ে ওঠা একটি হরর-কমেডি কনটেন্ট। ডিসেম্বরে এর দৃশ্যধারণ করা হয়েছে।’
পরিচালকের পছন্দ বা অন্য কিছু না, প্রযোজনা প্রতিষ্ঠান সামির আহমেদের কাছে হরর-কমেডি কনটেন্ট চেয়েছে বলেই এই কনটেন্ট নির্মাণ করেছেন পরিচালক।
টু ম্যাড মেন ওয়েব সিরিজের িএকটি দৃশ্যে তানভিন সুইটি। ছবি: সংগৃহীত
এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শিমুল, শাহেদ আলী, তানভিন সুইটিসহ আরও অনেকেই।
পরিচালক সামির আহমেদ। ছবি: সংগৃহীত
সিরিজটির একটি ছবি পোস্ট করে বঙ্গ বিডি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘ওভারটাইম স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর!’ ওয়েব সিরিজটি প্রচার শুরু হবে ৫ ফেব্রুয়ারি।