বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাবিক হাবিবের অপেক্ষায় সিঁথি

  •    
  • ১ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২১

নীরবে যারা ভালোবাসে, সেই বিশেষ মানুষদের জন্য ভালোবাসা দিবসের গান ‘উড়ে যারে মুনিয়া’। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা। গানের সুর ও সংগীতায়জনও করেছেন হাবিব।

সমুদ্রের বুকে নাবিকের এক অন্যরকম জীবন। ঢেউয়ের সঙ্গে সেই জীবনে আছে আনন্দ ও বেদনার উথাল পাথাল অনুভূতি। সেখানে আরও আছে সমুদ্রের বিসালতার মতো গৌরবের হাতছানি আর সমুদ্রের গভীরতার মতো দুঃসাহস।

অন্যদিকে, সমতলে তার জন্য একবুক ভালোবাসা নিয়ে অপেক্ষা করে তার প্রিয়জনেরা। তাকে নিয়ে দুঃশ্চিন্তায় থাকেন পরিবার-স্বজন আর প্রিয়তমা। একে ওপরকে দেখার, কাছে পাবার আকুতি নিয়ে তাদের কাটিয়ে দিতে হয় ক্যালেন্ডারের সবগুলো পাতা।

এমনই এক আবেগ ও অনুভূতি নিয়ে তৈরি হয়েছে ভালোবাসা দিবসের গান। যার শিরোনাম ‘উড়ে যারে মুনিয়া’। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা। গানের সুর ও সংগীতায়জনও করেছেন হাবিব।

সিঁথি জানান, হাবিবের সঙ্গে এটিই তার প্রথম গান। ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

ফেসবুকে গানটির একটি পোস্টার প্রকাশ করেছেন সিঁথি সাহা। সেখানে তিনি লিখেছেন, ‘কর্তব্য তাদের দূরে নিয়ে যায়। ভালোবাসা তাদের দূরে থেকেও বেঁধে রাখে। ওই নীরবে যারা ভালোবাসে, এই ভালোবাসা দিবস ওই স্পেশাল মানুষদের জন্য।’

গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। এর ভিডিও নির্মাণ করেছেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গা ও কক্সবাজারে হয়েছে এর দৃশ্যধারণ।

এ বিভাগের আরো খবর