ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকের জন্য নতুন কন্টেন্টে কাজ করলেন তাহসান ও অর্চিতা স্পর্শিয়া। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ৯০ মিনিটের ওয়েব ফিল্মের নাম ছক।
রোববার ওয়েব ফিল্মটির পোস্টার প্রকাশ করেছেন পরিচালক। এতে দেখা যায় বন্দুক হাতে তাহসান বসে আছেন। তার সামনে একটি মেয়ে শাড়ি জড়িয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। মেয়েটির কোমরেও একটি বন্দুক গুঁজে রাখা।পোস্টারে নাম দেখে ধারণা করা খুব সহজ যে মেয়েটি স্পর্শিয়া।
পরিচালক গোলাম সোহরাব নিউজবাংলাকে বলেন, ‘ক্রাইম-থ্রিলারধর্মী কন্টেন্ট এটি। মূলত আন্ডারওয়ার্ল্ডের গল্প। এতে তাহসান ও স্পর্শিয়া ছাড়াও থিয়েটারের অনেক অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। তাদের মধ্যে প্রাচ্যনাট্যের সজীব, দীপক সুমন আছেন।’
পরিচালক জানালেন, তাহসানকে দেখা যাবে একটি ক্লাবের ওয়েটারের চরিত্রে। কিন্তু গল্প এগিয়ে গেলে তার অন্য আরেকটি পরিচয় প্রকাশ হবে দর্শকের সামনে।
স্পর্শিয়ার চরিত্রটি কেমন হবে জিজ্ঞেস করলে গোলাম সোহরাব দোদুল বলেন, ‘তাকে আমরা এখন রহস্যের মধ্যেই রাখতে চাই।’
ছক ওয়েব ফিল্মে তাহসানের চরিত্রের নাম বাবু ও স্পর্শিয়ার চরিত্রের নাম কলি।
সিনেমাটির শুটিং করা হয়েছে মানিকগঞ্জ, গাজীপুর ও ঢাকায়।
সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে।