করোনায় চলচ্চিত্র জগতে পরিবর্তনের হাওয়া বইছে বিশ্বজুড়ে। সিনেমা হলের একটি বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। এ পরিবর্তনে এবার যোগ দিচ্ছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন। তবে কী ধরনের কাজ এবং কোন ওটিটি প্ল্যাটফর্মের জন্য সে কাজ করছেন তা জানাননি।
ফারুকী স্ট্যাটাসে বলেন, ‘পরিবর্তন যে আসন্ন এটা আমরা গত কয়েক বছর ধরেই অনুভব করছিলাম! এবং সেই পরিবর্তনকে আলিঙ্গন করতে কোনো দ্বিধাও ছিলো না! এক সময় টিভির জন্য কাজ করতাম! তারপর থিয়েটারের জন্য সিনেমা বানানোর সুযোগ আসলো! এখন সারা দুনিয়া জুড়েই ওটিটি বড় পরিবর্তনের সূচনা করেছে! সারা দুনিয়ার ফিল্মমেকাররাই ওটিটি নিয়ে ভাবছে বা কাজ করছে! আমিও গত কয় বছর ধরেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম! তারপরও বেশ কয়টা বছর লেগে গেলো! লম্বা ডিলিড্যালি শেষে অবশেষে ওয়েবের জন্য আমার প্রথম কাজটা করতে যাচ্ছি!’
ফারুকী জানান, গত তিন বছর ধরে ওটিটির জন্য কাজ করবেন বলে অনেক কোম্পানির সঙ্গে মিটিং করেছেন। কিছু কাজ করার প্রস্তুতিও নিয়েছেন। কিন্তু কিছু দিন পরই সে গল্পের চেয়ে অন্য গল্পকে আকর্ষণীয় বলে মনে হতো।
ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত ফারুকী
এভাবেই এক গল্প থেকে আরেক গল্পে ঘুরে অবশেষে থামলেন একটি গল্পে, যেটা নিয়ে কাজ করছেন ফারুকী।
এই গল্পে মন বসার কারণটাও জানিয়েছেন ফেসবুকে। ফারুকী বলেন, ‘এইভাবে বহু গল্পের সম্ভাবনাকে খুন করে ফাইনালি একটা গল্পে এসে মন মজলো, মনে হলো এই গল্পটা আমার জন্য নতুন কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছে! নতুন চ্যালেঞ্জ অনেকটা নতুন করে কারো প্রেমে পড়ার মতোই! প্রেমে পড়ার অনুভূতি না হইলে কাজ করে সুখ আর কি!’
কাজটা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ফারুকী। তবে বলেছেন, গত তিন মাস ধরে এ কাজের জন্য তিনি এবং তার দল কঠোর প্রস্তুতি নিচ্ছেন। স্ট্যাটাসের শেষে তিনি বলেন, ‘উইশ আস লাক, ফোকস! প্রেমে তরী যেনো ঠিক মতো বাইতে পারি!’