বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জানি না কয়টা সিনেমা করছি: দীঘি

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২০:০০

‘গত তিন মাস ধরে অভিনেত্রী ও নায়িকা শব্দটিই বেশি পাচ্ছি নামের পাশে। ভালো লাগছে। এমনটাই তো চেয়েছিলাম। কিন্তু কেউ শিশুশিল্পী বললে খারাপ লাগে না।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমায় অভিনয় করছেন বলে জানিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি; যার মধ্যে টুঙ্গীপাড়ার মিয়া ভাই নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। বাকি সিনেমাগুলো আদৌ হচ্ছে কি না, তা নিয়ে সন্দিহান হালের আলোচিত এই অভিনেত্রী।

নিউজবাংলাকে সেই আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আসলে অনেক কথাই বলে ফেলি, পাঁচটা করছি, দশটা করছি। আমি কখনোই মুখের কথায় বিশ্বাসী না। আর এটা আমার কথাও ছিল না। আমাকে বলা হয়েছিল, তুমি করছ। আমিও সেই হিসাবে বলেছিলাম যে, করছি।

‘আমি ইনফরমাল থাকতে পছন্দ করলেও এসব ব্যাপারে কিন্তু খুবই ফরমাল। হয়ত সেই সময় বলে ফেলেছি। কিন্তু আমি আদৌ জানি না যে, আমি কয়টা সিনেমায় অভিনয় করছি বা টুঙ্গীপড়ার মিয়া ভাই কবে আসছে।’

টুঙ্গীপাড়ার মিয়া ভাই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়লেও ছাড়পত্র পায়নি সিনেমাটি। অনেকদিন হয়ে গেল সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়।

তবে এসব বিষয় নিয়ে একদমই চিন্তিত বা বিরক্ত নন দীঘি। তিনি জানালেন, সিনেমা এখন আসছে না। পরে আসবে। তাছাড়া এখন তিনি আরও অনেক সিনেমা নিয়ে ব্যস্ত।

দীঘি এখন আছেন মুম্বাই। বঙ্গবন্ধু বায়োপিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন তিনি। মুম্বাই যাওয়ার আগে নিউজবাংলাকে দীঘি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু বায়োপিকের জন্য আমি প্রস্তুতি নিয়ে আছি গত বছরের জানুয়ারি থেকে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে যায়। এর মধ্যে টুঙ্গীপাড়ার মিয়া ভাই সিনেমায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছি আমি।

‘এটা আমার জন্য ভালো হয়েছে। বঙ্গবন্ধু বায়োপিকের আগে চরিত্রটি নিয়ে কিছু অভিজ্ঞতা নেয়া গেছে।’

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

ছোট বয়সেই এত বড় একটি সিনেমায় যুক্ত হলেও কোনো চাপ অনুভব করছেন না দীঘি। তিনি বলেন, ‘আমি অভিনয়টাকে ভালোবাসি। তাই এটাকে চাপ মনে হয় না।’

ছোটবেলা থেকেই ক্যামেরার সমানে দাঁড়ানোর অভিজ্ঞতা দীঘির। এখন তিনি বড় হয়েছেন। কিন্ত তাকে পরিচয় করিয়ে দিতে এখনও লেখা হয় শিশুশিল্পী। অভিনেত্রী বা নায়িকা হওয়ার পর শিশুশিল্পী শুনতে কেমন লাগে?

দীঘি বলেন, ‘গত তিন মাস ধরে অভিনেত্রী ও নায়িকা শব্দটিই বেশি পাচ্ছি নামের পাশে। ভালো লাগছে। এমনটাই তো চেয়েছিলাম। কিন্তু কেউ শিশুশিল্পী বললে খারাপ লাগে না। কারণ এই পরিচয়টাই আমাকে এতদূর এনেছে।’

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

নায়িকা দীঘিকে বড় পর্দায় দেখা হয়নি এখনও। তাকে দর্শকরা পছন্দ করবেন কি না, তাও জানা নেই কারো। দর্শকরা অপছন্দ করলে কী করবেন?

দীঘি বলেন, ‘আমার মনে হয় না দর্শকরা এতটা অপছন্দ করবে। আমার পরিশ্রম নিশ্চয়ই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাও যদি দর্শকরা অপছন্দ করে, তাহলে অভিনয় কমিয়ে দেব। কিন্তু অভিনয় ছাড়তে পারব না। কারণ অভিনয় আমার ভালোবাসা।’

এ বিভাগের আরো খবর