দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস অনেক দিন ধরেই ছবি তোলেন। তিনি মূলত ল্যান্ডস্কেপ এবং পোট্রেইট ফটোগ্রাফি করেন। এই ছবি তোলা তার নেশা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমসের তোলা অনেক মডেলের ছবি পাওয়া যায়। কিন্তু এবার ঘটলো একটু বিশেষ কিছু।
সম্প্রতি জেমস তার ফেসবুক পেজে পোস্ট করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের একটি ছবি। আর তাতেই হুলুস্থুল কাণ্ড হয়ে গেছে নেট দুনিয়ায়।
জেমস শুধু ছবিটি পোস্টই করেননি, জয়াকে দিয়েছেন বিশেষ বিশেষণ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাস্টার অব দ্য সিলভার স্ক্রিন জয়া আহসান।’ বাংলায় ‘রুপালি পর্দার মাস্টার জয়া আহসান।’
শুভেচ্ছা আর মুগ্ধতার কথায় ভরে গেছে ছবির মন্তব্যের ঘর। সবাই অবাক হয়ে গেছেন এক কথায়।
জেমস। ছবি: সংগৃহীত
ছবিতে দেখা যাচ্ছে, জয়া আহসান সাদা, হলুদ, গোলাপি রংয়ের গোলাপ নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। বেইজ রংয়ের ফুল হাতা টপ, আধো বাঁধা চুলে জয়ার উদাসী চাহনি যেন দর্শককে আরও বেশি ঘায়েল করে দিচ্ছে।
ছবিটি কবে, কোথায় তোলা হয়েছে, তা এখনও জানাননি জেমস ও জয়া।