আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ডুব মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সার্চ করলে এই তথ্য পাওয়া যাচ্ছে।
নেটফ্লিক্সের তথ্যানুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে সিনেমাটি। এ ব্যাপারে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে ফোন করে পাওয়া যায়নি।
ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট ‘সিনেস্থান’ একই খবর প্রকাশ করেছে। তারাও জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে ডুব সিনেমাটি দেখা যাবে নেটফ্লিক্সে।
ডুব সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালের ২৭ অক্টোবর। সিনেমাটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ৯১তম অস্কারে প্রতিনিধিত্ব করে।
দেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমার সহ প্রযোজকও ছিলেন তিনি।
নেটফ্লিক্সে ৫ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ডুব সিনেমা। ছবি: সংগৃহীত
ডুব সিনেমায় লেখক জাভেদ হাসানের চরিত্রে ইরফান খান, সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, মায়া চরিত্রে রোকেয়া প্রাচী, নিতু চরিত্রে কলকাতার পার্ণো মিত্রসহ আরও অনেকেই অভিনয় করেন।
একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু- এমন কাহিনী নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। অভিযোগ ওঠে সিনেমাটি দেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত।
তবে পরিচালক ফারুকী জানান, চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি সিনেমাটি নির্মাণ করেছেন। কিন্তু ডুব হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নয়।