জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিয়েছেন তার স্বামী হিশাম চিশতি। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ হুমকি দেন।
চিশতি লেখেন, ‘আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করব কীভাবে তমা মির্জার ফ্যানস ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে এবং কী পরিমাণ মানুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে এবং আমি সব ভিডিও প্রকাশ করব।’
তিনি এও লেখেন, ‘শিগগিরই এটা প্রকাশিত হবে। এতে সে আত্মহত্যা করবে কি না করবে, তা নিয়ে আমি চিন্তিত নই।’
এই স্ট্যাটাসের নিচেই একটি মন্তব্য করেছেন পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. নাজমুল ইসলাম। ব্যক্তিগত বিষয়কে সাইবার স্পেসে টেনে এনে হিশাম চিশতি ঘৃণিত অপরাধ করেছেন উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
এর আগে ২৬ ডিসেম্বর ফেসবুক লাইভে তমা অভিযোগ করেছিলেন, স্বামী হিশাম চিশতি তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন।
তারও আগে ৬ ডিসেম্বর হিশাম চিশতির বিরুদ্ধে তিনটি ধারায় মামলা করেন তমা মির্জা। মামলায় যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেন তিনি।
হিশাম চিশতির ফেসবুক স্ট্যাটাস। ছবি: ফেসবুক
অন্যদিকে হিশাম চিশতি ৭ ডিসেম্বর তমা মির্জার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। হিশাম চিশতির মামলায় তাকে মারধরের অভিযোগ করা হয়।
২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতিকে বিয়ে করেন তমা মির্জা।
নদীজন চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৫ সালে জাতীয় পুরস্কার পান তমা।