চিত্রনায়ক রিয়াজ রোববার অন্য শিল্পীদের সঙ্গে গিয়েছিলেন চট্টগ্রামে। সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক জন মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন।
একপর্যায়ে রিয়াজ বলেন, ‘চট্টগ্রামের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, সেটা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা।’
তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়ক রিয়াজকে নিয়ে শুরু হয়েছে ট্রল। সেখানে বলা হচ্ছে, বিমানে চট্টগ্রামে গিয়ে রিয়াজ রাস্তার প্রশংসা করেন কীভাবে!
বিষয়টি নিয়ে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন রিয়াজ। তিনি এর ব্যাখ্যায় বলেছেন, ‘এয়ারপোর্ট থেকে নেমে মেরিন ড্রাইভ রোড দিয়ে আসার সময় মনে হয়, এ তো বাংলাদেশের নয়; ইউরোপের কোনো রাস্তা। অত্যন্ত হর্ষ ও গর্ববোধ করি এ নিয়ে।’
রিয়াজ তার লেখায় স্পষ্ট করে বলেন, ‘আমার বক্তব্যের ভিডিও সবার কাছেই আছে। সেগুলোর পুরোটুকু দেখুন। আমি কোথাও বলিনি যে, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পুরো রাস্তা আমার কাছে ইউরোপের মতো লেগেছে। আমি শুধু এয়ারপোর্ট থেকে নেমে মেরিন ড্রাইভ রোড দিয়ে চট্টগ্রামে আসার কথা বোঝাতে চেয়েছি।’
অন্য শিল্পীদের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার পথে রিয়াজ। ছবি: সংগৃহীত
তিনি এও বলেন, ‘আমি একটি নির্বাচনি প্রচারণার মাঝখানে ছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, একটি উৎসবমুখর পরিবেশের উত্তেজনাতে ছিলাম। সেখানে একটি ঝটিকা স্পট ইন্টারভিউতে তো আমার এত ডিটেইলস বলা সম্ভব নয়।’
এই ধরনের পরিস্থিতি তৈরির পেছনে রিয়াজ কিছু অনলাইন নিউজ পোর্টালকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘ভুঁইফোঁড় অনলাইন মিডিয়াগুলোর প্রধান কাজই মানুষের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে কিছু ক্লিক কামানো, এটাই তাদের রুজিরুটি।’
বক্তব্যের শেষে তিনি ‘গুজববাজদের’ কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। বলেন, ‘উন্নয়নের মহাসড়কে দেশ এভাবেই এগিয়ে যাক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।’