বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধুর বায়োপিক: মেকআপেই তিন-চার ঘণ্টা লাগছে চঞ্চলের

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২১ ১৪:৩৫

বায়োপিকে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানের যুবক বয়সের চরিত্রে। এই চরিত্রের জন্য মেকআপ নিতে তিন-চার ঘণ্টা করে লাগছে বলে জানান তিনি।

জাতির পিতার বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইতে। পাঁচ দিন আগেই দাদা সাহেব ফালকে স্টুডিওতে শ্যাম বেনেগালের নির্দেশনায় অভিনয়শিল্পীরা আনুষ্ঠানিকভাবে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

নিউজবাংলাকে মুম্বাই থেকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমায় তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানের যুবক বয়সের চরিত্রে।

এ নিয়ে চঞ্চল বলেন, ‘চরিত্রের জন্য মেকআপ নিতেই তিন থেকে চার ঘণ্টা করে লাগছে আমার।’ অন্য শিল্পীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন মুম্বাইতে।

চঞ্চল বলেন, ‘এখানে ভালো লাগছে। এখন আমরা শুধু কাজ নিয়েই ভাবছি। পরিচালক শ্যাম বেনেগাল কাজপাগল মানুষ। আনুষ্ঠানিকতার তেমন তোয়াক্কা করেন না। পুরো ইউনিটই কাজের মধ্যে ডুবে আছে।’

বায়োপিকের ক্রুদের পোশাক ও আইডি কার্ড। ছবি: সংগৃহীত

কথায় কথায় তিনি আরও জানান, মুম্বাইতে যে অভিনয়শিল্পীরা এসেছেন, তাদের সবার শুটিং শুরু হয়ে গেছে।

মুম্বাইতে এখন রয়েছেন দিব্য জ্যোতি (তরুণ বঙ্গবন্ধু), নুসরাত ইমরোজ তিশা (পরিণত বয়সের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা), প্রার্থনা ফারদিন দীঘি (তরুণ বঙ্গমাতা), আরিফিন শুভ (বঙ্গবন্ধু), গাজী রাকায়েত (রেনুর দাদা আব্দুল হামিদ)। আরও অনেকেই যাচ্ছেন ধীরে ধীরে। অভিনয়শিল্পীদের মধ্যে নুসরাত ফারিয়া, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু মুম্বাই যাবেন ৫ ফেব্রুয়ারি।

বঙ্গবন্ধু বায়োপিকের ক্ল্যাপস্টিক। ছবি: সংগৃহীত

বায়োপিকে নিজেদের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন অভিনয়শিল্পীরা। সম্প্রতি ফজলুর রহমান বাবুকে দেখা গেছে ফিল্ম আর্কাইভে।

ফিল্ম আর্কাইভে ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

বায়োপিকে বাবু অভিনয় করবেন খন্দকার মোশতাকের চরিত্রে। খন্দকার মোশতাকের ভিডিও দেখতেই ফিল্ম আর্কাইভে গিয়েছিলেন তিনি।

পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘুরে দেখেছেন আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

এ ছাড়া বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন আরিফিন শুভ। তাকে দেখা গেছে পুরনো কেন্দ্রীয় কারাগারে।

বঙ্গবন্ধু বায়োপিকের আবহ সংগীত ও সংগীত পরিচালনা করছেন ভারতের শান্তনু মৈত্র। এর আগে তিনি লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস সিনেমায় আবহ সংগীত ও সংগীত পরিচালনা করেছেন। আবহ সংগীতের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর