বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২ এপ্রিল। সোমবার দুপুরে এই সিদ্ধান্ত দিয়েছে চলতি কমিটি।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সাংগঠনিক সচিব পরিচালক অপূর্ব রানা।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪৫ দিন আগে ঘোষণা হবে তফসিল এবং শুরু হবে নির্বাচনী কার্যক্রম। এছাড়া ২৪ ফেব্রুয়ারির মধ্যে সমিতির সবাইকে চাঁদা পরিশোধের মাধ্যমে সদস্যপদ নবায়ন ও ভোটার তালিকা হালনাগাদ করতে হবে।
তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচনি দায়িত্ব পালন করবে। কমিশন প্রধানের দায়িত্বে থাকবেন আব্দুল লতিফ বাচ্চু। এছাড়া বি এইচ নিশান এবং আ শ ম শফিকুর রহমান থাকবেন কমিশনারের দায়িত্বে।
পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে দুটি প্যানেল চূড়ান্ত হয়েছে। যার একটি সোহানুর রহমান সোহান-শাহিন সুমন প্যানেল। অন্যটি শাহ আলম কীরণ-শাফি উদ্দিন শাফি প্যানেল।
শোনা যাচ্ছে, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ এবার নির্বাচন করবেন সভাপতি পদে। সেক্রেটারি পদে শোনা যাচ্ছে এস হক অলীকের নাম। এছাড়াও আবুল খায়ের বুলবুল ও নূর মোহাম্মদ মনির নামও আছে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর তালিকায়।