বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকা বেশি নিয়েও কাজ করেননি শাকিব, অভিযোগ নির্মাতার

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১৪:৩৯

মামুন বলেন, ‘২৬ নভেম্বর বড় অনুষ্ঠান করে আই থিয়েটার চালুর ঘোষণা দেয়া হলো...সেই অনুষ্ঠানে শাকিব খান আসেননি...প্রচারের জন্য টাকা নিয়েও তিনি আসেননি।’

স্বাভাবিকের চেয়ে বেশি টাকা নিয়েও শাকিব খান নবাব এলএলবি সিনেমায় কাজ করেননি বলে অভিযোগ করেছেন নির্মাতা অনন্য মামুন।

রোববার অনলাইনে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।

মামুন বলেন, ‘নবাব এলএলবি সিনেমায় শাকিব খান তার অন্যান্য সিনেমার চেয়ে বেশি টাকা নিয়েছেন। সিনেমাটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে জেনে বেশি টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি। কথা ছিল নিজের ফেসবুক পেজ থেকে সিনেমার প্রচার করবেন শাকিব খান। কিন্তু তার কিছুই করেননি তিনি।’

২৭ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে তিনি নবাব এলএলবি সিনেমার বিভিন্ন সমস্যা, অভিনয়শিল্পীদের আচরণ এবং পরিচালক সমিতি নিয়ে কথা বলেন।

শাকিব খান প্রসঙ্গে মামুন বলেন, ‘২৬ নভেম্বর বড় অনুষ্ঠান করে আই থিয়েটার চালুর ঘোষণা দেয়া হলো। একই সঙ্গে জানানো হলো ১৬ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

‘সেই অনুষ্ঠানে শাকিব খান আসেননি। কিন্তু তার সঙ্গে কথা বলেই তারিখটি চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী আমরা সবাইকে দাওয়াত করেছিলাম। প্রচারের জন্য টাকা নিয়েও তিনি আসেননি।’

নবাব এলএলবি সিনেমায় পুলিশের কণ্ঠে ‘মানহানিকর’ সংলাপ থাকায় কারাগারে যেতে হয়েছিল পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে।

নবাব এলএলবি সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

এই প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘বিপদে পড়লে কেউ সঙ্গে থাকে না। যে সংলাপ ও দৃশ্য নিয়ে ঝামেলা, সেই দৃশ্যের অভিনেত্রী স্পর্শিয়া সংবাদমাধ্যমে বলেছেন যে, তিনি আগেই আমাকে সাবধান করেছিলেন। কিন্তু আমি নাকি শুনিনি। এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। স্পর্শিয়া তো আমাকে এ কথা বলেইনি; বরং ভালো করার জন্য সেই দৃশ্যে তিনি চারবার টেক দিয়েছেন।’

অনন্য মামুনের কথায় উঠে আসে সিনেমায় শাকিব খান ও মাহির চাহিদার বিষয়টিও।

অনন্য মামুন বলেন, ‘সিনেমার গানগুলোর কোরিওগ্রাফার ও সিনেমাটোগ্রাফার ভারত থেকে নেয়ার কথা বলেন শাকিব খান। আমি তার কথায় সহমত প্রকাশ করি। মালদ্বীপে শুটিংয়ে যাওয়ার আগে শাকিব খান ও মাহি বলেন যে, তারা নাকি তাদের মেকআপ ও হেয়ার ড্রেসার আর্টিস্ট ছাড়া যাবেন না। পরবর্তীতে সেখানে যাওয়া না হলেও করোনার মধ্যে এই ধরনের চাহিদা কতটুকু যৌক্তিক ছিল?’

এ বিষয়ে জানতে কয়েক বার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেও শাকিবকে পাওয়া যায়নি।

আই থিয়েটার অ্যাপ চালু ও নবাব এলএলবি সিনেমা মুক্তির আনুষ্ঠানিকতা। ছবি: পিয়াস বিশ্বাস

সব শেষে অনন্য মামুন কথা বলেন পরিচালক সমিতি নিয়ে। তিনি জানান, পরিচালক সমিতি থেকে এখন পর্যন্ত তিন বার নিষিদ্ধ হয়েছেন তিনি। কিন্তু পরিচালক সমিতির যে ভূমিকা রাখার কথা ছিল, তা তারা রাখতে পারেনি।

মামুন বলেন, ‘আমাকে তারা নিষিদ্ধ করেছে, ভালো কথা। কিন্তু আমার পরিবার কেমন আছে, সেটা তো তারা খোঁজ নিতে পারত। কিছুই করেনি তারা।’

সমিতির সদস্য না থেকেও সিনেমা নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করে অনন্য মামুন তার বক্তব্য শেষ করেন।

এ বিভাগের আরো খবর