বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অমানুষ মোশারফ করিম!

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ১৫:৪৮

অমানুষ সিনেমায় একজন মানব অঙ্গ পাচারকারীর চরিত্রে অভিনয় করছেন মোশারফ করিম। মাঝে মাঝে যৌনপল্লিতেও তাকে দেখা যাবে। তবে তার এইসব কাজের পেছনের গল্প দর্শকরা সিনেমার এক পর্যায় গিয়ে জানতে পারবে।

ওটিটি প্ল্যাটফর্ম আরটিভি প্লাসের জন্য সিনেমা অমানুষ-এর কাজ চলছে। শুটিং মিটিয়ে সিনেমাটি এখন রয়েছে পোস্ট প্রোডাকশন পর্যায়ে।

সঞ্জয় সমদ্দারের পরিচালনায় অমানুষ সিনেমায় অভিনয় করেছেন মোশারফ করিম ও তানজিন তিশা।

সিনেমায় গল্পের প্রয়োজনে রয়েছে একটি গান, সঙ্গে নাচ। গানটির নাম রাঁধা। এই গানে মোশারফ করিমকেও অংশ নিতে দেখা যাবে।

রাঁধা গানটি গেয়েছেন অদিতি রহমান।

পরিচালক সঞ্জয় বলেন, ‘সিনেমার প্রয়োজনে এমন একটা গান রাখা হয়েছে। সিনেমার কিছু গল্প এই গানের মধ্য দিয়ে দেখানো হবে। আইটেম সং বলতে আমরা যা বুঝি, এটা তেমন না।’

অমানুষ সিনেমার গানের দৃশ্যধারণ

পরিচালক সঞ্জয় জানান, অমানুষ সিনেমায় একজন মানব অঙ্গ পাচারকারীর চরিত্রে অভিনয় করছেন মোশারফ করিম। মাঝে মাঝে যৌনপল্লিতেও তাকে দেখা যাবে। তবে তার এইসব কাজের পেছনের গল্প দর্শকরা সিনেমার এক পর্যায় গিয়ে জানতে পারবে।

তানজিন তিশা ও মোশারফ করিম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন।

সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে পরিচালক অবগত নন। সিনেমাটি পুরোপুরি জমা দেয়ার পরেই জানা যাবে এর মুক্তির তারিখ।

এ বিভাগের আরো খবর