তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা শুরু করেছেন দ্বিতীয় সিনেমার শুটিং। তার পরিচালিত নতুন সিনেমার নাম রক্তজবা ।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান।
ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে চলছে রক্তজবার দৃশ্যধারণ।
একজন প্রাক্তন হেডমাস্টারের কাছে আসা একটি রহস্যময় চিঠির সূত্র ধরে রক্তজবার গল্পের শুরু।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ। অন্যদের মধ্যে আছেন নুসরাত ইমরোজ তিশা, শরীফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়ীতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ ও কাজী তানভীর রশিদ অপু।
তরুণ পরিচালক নিয়ামুল মুক্তা। ছবি: সংগৃহীত
থ্রিলার ঘরানার সিনেমাটিতে আবু শাহেদ ইমন ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ।
শিল্প নির্দেশনা দিচ্ছেন কাজী তানভীর রশিদ অপু। অভিনয় কোচ হিসাবে আছেন আসাদুজ্জামান আবির ও প্রধান সহকারী পরিচালক কে এম কনক।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় প্রোডাকশন হাউস চিলেকোঠা ফিল্মস। এই প্রোডাকশন থেকেই গত বছর ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল নিয়ামুল মুক্তার প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী’।
ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে চলছে রক্তজবার দৃশ্যধারণ। ছবি: সংগৃহীত