বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন বছরের প্রথম সিনেমার নাম জানালেন জয়া

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ১৫:০৫

ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মুলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন বছরে প্রথম কোনো সিনেমার ঘোষণা দিলেন। সিনেমাটির নাম ওসিডি। আর সিনেমাটি নির্মিত হবে কলকাতায়। ওসিডি সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল।

সিনেমার খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্লাস। খবরটি নিজেও ফেসবুকে শেয়ার করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে।’

খবর বলছে ওসিডি সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারি থেকে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া; তার চরিত্রের নাম শ্বেতা।

লকডাউনের মধ্যে এই গল্পটি মাথায় আসে পরিচালকের। ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মুলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।

এ প্রসঙ্গে জয়া আনন্দবাজার প্লাসকে বলেছেন, ‘বরাবরই ইনটারেস্টিং চরিত্র ছুড়ে দেয় সৌকর্য। গল্পে শ্বেতা যে রকম, বাস্তবে আমি তার একেবারেই বিপরীত। আমার উপর যে ভরসাটি করেছেন পরিচালক, আশা করি তার মান রাখতে পারব।’

জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া ছাড়াও সিনেমায় অভিনয় করছেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। সিনেমায় শ্বেতার ছোটবেলার চরিত্রে দেখা যাবে এক শিশুশিল্পীকে।

এর আগে সৌকর্যের পরিচালনায় ভূতপরী সিনেমায় অভিনয় করেছেন জয়া। সিনেমাটি রয়েছে মুক্তির অপক্ষেয়া।

এ বিভাগের আরো খবর