বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবুর কণ্ঠে সিনেমার গান

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ১৪:২১

নিউজবাংলাকে ফজলুর রহমান বাবু বলেন, ‘করোনার করণে আমরা সবাই প্রায় অনলাইনে যুক্ত হয়ে কাজ করা শিখে গেছি। দূরে থাকলেও অসুবিধা হয় না।’

ফজলুর রহমান বাবু অভিনেতা হলেও মাঝে মধ্যে তার কণ্ঠে গানও শোনা যায়। আধুনিক বা ফোক ঢংয়ের গান গাওয়ার পাশাপাশি বাবু গেয়েছেন সিনেমার জন্যেও।

সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ছায়াবৃক্ষ সিনেমার গানে। এর শিরোনাম ‘হইল সর্বনাশ’। মঙ্গলবার গানটির রেকর্ডিং হয়েছে। বন্ধন বিশ্বাসের কথায় গানের সুর ও সঙ্গীত করেছেন ইমন সাহা।

সংগীত পরিচালক ইমন সাহা এবং ফজলুর রহমান বাবু অনলাইনে যুক্ত হয়ে তৈরি করেছেন সিনেমাটির গান। বাবু ঢাকাতে থাকলেও ইমন সাহা ছিলেন আমেরিকার ফ্লোরিডাতে।

অনলাইনে যুক্ত হয়ে গানে কণ্ঠ দেয়া এখন আর কোনো কঠিন বিষয় নয় বলে জানালেন বাবু। নিউজবাংলাকে তিনি বলেন, ‘করোনার করণে আমরা সবাই প্রায় অনলাইনে যুক্ত হয়ে কাজ করা শিখে গেছি। দূরে থাকলেও গান তৈরিতে আমাদের এখন আর কোনো অসুবিধা হয় না।’

ফজুলর রহমান বাবু আরও জানান, ‘হইল সর্বনাশ’ গানটি চা শ্রমিকদের নিয়ে এবং এটি একটি স্যাড সং।

ফজলুর রহমান বাবু ও ইমন সাহা অনলাইনে যুক্ত হয়ে গান তৈরি করছেন। ছবি: সংগৃহীত

ছায়াবৃক্ষ সিনেমাটির গল্প গড়ে উঠেছে চা বাগানের শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি- কান্না ও দিনযাপন নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি সরকারি অনুদান পেয়েছেন ২০১৯-২০ অর্থবছরে।

ছায়াবৃক্ষ সিনেমায় অভিনয় করেছেন নিরব, অপু বিশ্বাস, কাজী নওশাবা, শতাব্দী ওয়াদুদ, ইকবাল আহমেদ, বড়দা মিঠু, সুমিত সেনগুপ্তসহ অনেকে।

এ বিভাগের আরো খবর