পরীমনি-রোশান জুটি অভিনীত মুখোশ সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে বুধবার। রাজধানীর সাভারে ১৮ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা মুখোশ। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
ইফতেখার শুভ নিউজবাংলাকে বলেন, ‘আমরা সাভারে তিন দিন শুটিং করেছি। পুরো সিনেমার ১০ শতাংশের শুটিং শেষ হয়েছে। এরপর আমরা সিলেটে শুটিং শুরু করব।’
মুখোশ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ২৬ জানুয়ারি বলে জানিয়াছেন পরিচালক। তিনি জানান, সিলেটের শুটিং শেষ করে এফডিসি ও তারপর বইমেলাতেও শুটিং করবেন তারা।
কিন্তু বইমেলার শুটিং নির্ভর করে মেলার তারিখের ওপর। শুটিং টিমের শিডিউল অনুযায়ী তারিখ না পড়লে ভিন্ন পরিকল্পনা করতে হতে পারে বলে জানিয়েছেন শুভ।
মুখোশ সিনেমার শুটিং সেট
শুটিং শুরুর দিন পরীমনি ফেসবুকে নিজের চরিত্রের প্রথম লুক প্রকাশ করেন। তাতে দেখা যায়, নিজের ডিজাইন করা কস্টিউমে আত্মবিশ্বাসী পরীকে।
কণ্ঠশিল্পী নোবেল প্রথমবারের মতো সিনেমায় গান পেয়েছেন মুখোশের মধ্য দিয়ে। গানটির রেকর্ড শেষ করা হয়েছে। পরিচালক বলেন, ‘নোবেলকে গানের দৃশ্যেও দেখা যাবে, কিন্তু গানটি কেমন হবে, তার পরিকল্পনা এখনও করা হয়নি।’
সিনেমার গল্প নিয়ে কিছু বলতে না চাইলেও পরিচালক জানান, থ্রিলার, কমেডি ও ভালোবাসার গল্পের সংমিশ্রণ ঘটাবেন মুখোশ সিনেমায়।
সিনেমায় পরীমনি ও রোশান ছাড়া আরও অভিনয় করছেন মোশারফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়, আজাদ আবুল কালাম ও ফারুক আহমেদ।