২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় সোয়েটার সিনেমাটি। এর ‘প্রেমে পড়া বারণ’ শিরোনামের গানটি ভারত ছাপিয়ে বাংলাদেশিদের কাছেও পায় ব্যাপক জনপ্রিয়তা। রণজয় ভট্টাচার্যের সুরে গানটি গেয়েছছেন লগ্নজিতা চক্রবর্তী।
এবার তারা গাইলেন বাংলাদেশি গান; এর শিরোনাম ‘ভালোবাসি তোমায়’। দেশের গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায় এতে সুর করছেন রণজয় ভট্টাচার্য নিজেই।
প্রেমের গানটির রেকর্ডিং হয়েছে গত মাসে কলকাতায়। গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, এক ফেব্রুয়ারি এটি বাংলাদেশের শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে প্রকাশ পাবে।
লগ্নজিতা চক্রবর্তী কয়েক বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলাতেই ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক রণজয় ভট্টাচার্যের সুর করা সোয়েটার ছবির ‘প্রেমে পড়া বারণ’ সেই পরিচিতিকেও ছাপিয়ে যায়। পশ্চিম বাংলায় তাদেরকেই বর্তমানে সফল জুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী, লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরীর লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে ‘চেতনার ঝংকার’ নামের অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভংকর পাণ্ডা ‘বাংলাদেশ’ গানে কণ্ঠ দিয়েছিলেন।
গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী একাধারে একজন কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি।