দেবীর পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শবনম ফারিয়া। সিনেমার নাম মুন্সিগিরি। তবে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের জন্য।
আয়নাবাজি খ্যাত পরিচালক অমিতাভ রেজার পরিচালনায় মুন্সিগিরির অন্য অভিনেতাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।
মঙ্গলবার রাতে পরিচালকের প্রোডাকশন হাউজ হাফ স্টপ ডাউন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ছবিতে অভিনয়ের বিষয়ে নিউজবাংলাকে শবনম ফারিয়া বলেন, ‘আমার সঙ্গে মুন্সিগিরি নিয়ে কথা হয়েছে। খুবই অল্প কিছু বিষয়ে ব্রিফ করেছে তারা। কিন্তু এখনও আনুষ্ঠানিকতা বাকি।’
তিনি জানান, দেবীর পর একটা ভালো প্রোডাকশন খুঁজছিলেন শবনম ফারিয়া। মুন্সিগিরি হয়তো তেমন একটি ওয়েব ফিল্ম হতে পারে। তা ছাড়া অমিতাভ রেজার পরিচালনায় কাজ করা তো অবশ্যই আনন্দের।
শবনম ফারিয়া বলেন, ‘এটা একটা রহস্য গল্প। সেই গল্পের একটা পার্ট হলো আমার চরিত্র। আমি চরিত্রটি নিয়ে এখনও ভালো জানি না। যদি আনুষ্ঠানিকতা হয়ে যায় তাহলে নিশ্চয়ই সব পরিষ্কার করতে পারব।’
মুন্সিগিরি ওয়েব ফিল্ম নিয়ে সংশ্লিষ্টদের আলাপ। ছবি: সংগৃহীত
কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি।
মুন্সিগিরির মূল চরিত্র মাসুদ মুন্সি। তাকে ঘিরে পুলিশি তদন্ত প্রক্রিয়ার রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। একেবারেই সাদামাটা, সাবেকী অথচ প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সি ও তার স্ত্রী পারভীন সুলতানার গল্প নিয়ে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে।
পরবর্তী সময়ে ‘মাসুদ মুন্সি’ চরিত্রকে ঘিরে আরও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে অমিতাভ রেজার। ওয়েব ফিল্মটি চিত্রনাট্য লিখছেন নাসিফ আমিন। ছবিটি প্রযোজনা করছেন মাহজাবিন রেজা চৌধুরী। সহ-প্রযোজনায় আছেন আসাদুজ্জামান সকাল।