কলকাতার সিনেমার জন্য চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি নির্মাতা আশরাফ শিশির।
সিনেমাটির নাম শহরের উপকথা। পরিচালনা করছেন নবীন নির্মাতা বাপ্পা।
সিনেমার মূল গল্প নেয়া হয়েছে ‘পদ্মশ্রী’ সম্মাননা পাওয়া ভারতীয় নাট্যকার বাদল সরকারের বিখ্যাত মঞ্চনাটক ‘বাকি ইতিহাস’ থেকে। পুরনো গল্পটি সময়োপযোগী করেছেন আশরাফ শিশির।
গল্পের এ পরিবর্তনকে ডি-কনস্ট্রাকশন বলছেন শিশির। নিউজবাংলাকে তিনি বলেন, ‘২০১৮ সালের শেষের দিকে এই কাজটি করেছিলাম। অনেক দিন পর হলো সিনেমার শুটিং। মূল গল্পের কিছু জায়গায় পরিবর্তন করেছি আমি। মূলত সময়োপযোগী করার চেষ্টা করেছি।’
সবকিছুই অনুমতি নিয়ে করা হয়েছে বলে জানান শিশির। তিনি বলেন, ‘সম্প্রতি সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে। সিনেমাটি এখন আছে সম্পাদনার টেবিলে।’
পরিচালক আশরাফ শিশির। ছবি: সংগৃহীত
এ সিনেমায় অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে কৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস।