কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এক সেমিনার আয়োজন করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২০ জানুয়ারি সেমিনারটি শুরু হবে বিকেল ৪টায়।
সেমিনারে ভার্চুয়ালি অংশ নেবেন সত্যজিৎ রায় পরিচালিত সিনেমার নায়িকা উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেমিনারে ভার্চুয়ালি আরও থাকবেন কলকাতার অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়।
‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামে এ সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক মফিদুল হক। এতে সভাপতিত্ব করবেন অভিনেতা ও রাজনীতিক আসাদুজ্জামান নূর এমপি।
সেমিনারটিতে আরও অংশ নেবেন বিচারপতি রিফাত আহমেদ ও চলচ্চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ।
সেমিনারটি সবার জন্য উন্মুক্ত।