শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত সিনেমা নবাব এলএলবি পড়ল ডিজিটাল কাঁচির নিচে। মঙ্গলবার বিকাল ৪টায় সিনেমাটি দেখেছেন সেন্সর বোর্ডের সদস্যরা।
নিউজবাংলাকে বোর্ড সচিব মো. মমিনুল হক বলেন, ‘সিনেমার বেশ কিছু সংলাপ ও দৃশ্যে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। আমরা সেগুলো লিখিত আকারে প্রযোজককে জানাব। সেই পর্যবেক্ষণ মেনে সিনেমা জমা দিলে নিশ্চয়ই আমরা সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেব।’
নবাব এলএলবি মূলত ওটিটি ফিল্ম। সিনেমাটি আই থিয়েটারে মুক্তি পায় ১৬ ডিসেম্বর। কিন্তু সিনেমার একটি সংলাপের কারণে পর্নোগ্রাফি আইনে মামলা হয় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে। ২৫ ডিসেম্বর তাদের কারাগারে পাঠানো হয় এবং তারা মুক্ত হন ১১ জানুয়ারি।
এরপরই সেন্সরে জমা দেয়া হয় নবাব এলএলবি। ওটিটি ফিল্ম হিসেবে সেন্সরে জমা পড়া এটিই প্রথম সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নয় বরং পরবর্তীতে সিনেমাটি কোনো মাধ্যমে মুক্তি বা প্রদর্শনে যেন সমস্যা না হয় সেজন্যই সেন্সর বোর্ডে জমা দেয়া হয় সিনেমাটি।